The Dhaka Times Desk কালে কালে আর কতো কিই যে আমাদের দেখতে হবে! এবার বাইক চালিয়ে বিয়ের আসরে উপস্থিত হলেন কনে! এমন ঘটনায় উপস্থিত সকলেই বিস্মিত।

বিয়ের আসনে সেজে-গুজে হাজির কনে তবে পালকি বা কোনো সাধারণ যানবাহনে নয়, একেবারে বাইকে চড়ে! নিজে বাইক চালিয়ে বিয়ের আসরে ঢুকলেন ভারতের আমদাবাদের মেয়ে আমেষা উপাধ্যায়।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, কম্পিউটার সায়েন্সের শিক্ষক ২৬ বয়সী আমেষা খুব ছোটবেলা হতেই বাইক চালাতে অভ্যস্ত ছিলেন। ১৩ বছর বয়স হতে আমেষা বাইক চালান। তাদের একটি ‘বাইকার গ্রুপও রয়েছে। আমেষার সবচেয়ে ভালো লাগে বুলেট বাইক।
সংবাদ মাধ্যম এবিপি বলেছে, তবে হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, আগেই বাবা-মাকে সে বলে রেখেছিল যে, বাইক চালিয়ে বিয়ের আসরে আসবে আমেষা।
সবচেয়ে মজার আরেকটি ব্যাপার হলো, আমেষার স্বামী লোকিক বাইক চালাতে জানেন না! আমেষার ইচ্ছা, বিয়ের পর স্বামীকে নিয়ে বাইক চালাবেন। প্রয়োজনে তার স্বামীকেও বাইক চালানো শেখাবেন বলে আমেষা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।