The Dhaka Times Desk তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। শুধু আমাদের দেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচণ্ড গরম পড়ছে। গরমের পরিমাণ এতো যে ছাদের তাপে ডিম ভাজলেন এক নারী!
আমাদের পাশের দেশ ভারতেও কয়েক সপ্তাহ ধরেই চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে। গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে সাধারণ মানুষের। সেই গরমে এখন পর্যন্ত তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৩৫ জনের। আমাদের দেশেও হিটস্ট্রোকে মানুষ মারা গেছে।
এরকম প্রচণ্ড গরম অবস্থায় ধরা পড়লো এক অন্যরকম ছবি। প্রচণ্ড গরমের সুবিধা নিলেন এক নারী। কোনো চুলা ছাড়াই গরম ছাদের উপরই দিব্যি বানিয়ে নিলেন একটি ওমলেট! তাপমাত্রা কতোটা বেশি সেটিই প্রমাণ করলেন তিনি।