The Dhaka Times Desk এমন একটি শিরোনাম দেখে অনেকেই ভাবতে পারেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা। কিন্তু তা নয়, পরিকল্পনা অনুযায়ী জেনে বুঝে সমুদ্রগর্ভে ডুবিয়ে দেওয়া হয়েছে ১৭৭ ফুটের একটি বিশাল বিমান!
সম্প্রতি এই বিরল ঘটনাটি ঘটেছে তুরস্কে। বিদেশি পর্যটক এবং ডুবুরিদের কাছে তুরস্কের আকর্ষণ বাড়াতে এমন কাজ করা হয়েছে।
তুরস্কের সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে বিশেষ খ্যাতি রয়েছে। তবে কয়েকমাস ধরে আকর্ষণ হারাচ্ছিল তুরস্ক। ডুবুরিদের কাছে জনপ্রিয় করতে বিমানটি ডোবানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ডোবানোর জন্য বেসরকারি একটি সংস্থার কাছ থেকে ৩৬ বছরের পুরনো এই বিমানটি কিনে নেয় কর্তৃপক্ষ।
পরিকল্পনা হলো, পানির মধ্যে ডুবে থাকা এই বিমানটি এখন থেকে কৃত্রিম দ্বীপ হিসেবে কাজ করবে! এরমধ্যে বাসা বাঁধবে সামুদ্রিক নানা প্রাণী। যার টানে এখানে ছুটে আসবেন ডুবুরিরা। অন্তত তেমনটা মনে করছে তুরস্ক কর্তৃপক্ষ। বড়ই বিচিত্র একটি ধ্যান-ধারণা!