Categories: entertainment

Telefilm 'Aparajita Tumi' Starring Hillol-Sabila Noor

The Dhaka Times Desk Hillol-Sabila Noor starring Nazneen Hasan Chumki, Fahmida Irfan directed telefilm 'Aparajita Tumi' will air on Channel 9 on 3rd day of Eid at 2:30 PM.

Eid Telefilm Oparajita TumiEid Telefilm Oparajita Tumi

Hillol-Sabila Noor starring Nazneen Hasan Chumki, Fahmida Irfan directed telefilm 'Aparajita Tumi' will air on Channel 9 on 3rd day of Eid at 2:30 PM.

Story Summary:

The main theme of this drama is the love of two young people, doubts, doubts and the beauty of Tilottama Dhaka city. Archie, a young woman from Australia checked into an elite hotel in Dhaka city. First coming to Dhaka city on him alone again. Archie, who had made a long journey with some kind of anxiety, fell asleep once. When Archie wakes up in the morning, he rushes to the reception and starts screaming because his passport has been stolen. In many ways, the hotel authorities tried to convince Archie, "You might have forgotten your passport, find it and get it."

Related Posts

Archie refuses to listen to them. Because, he has a kind of mistrust towards Bangladeshis. Getting impatient and annoyed, Ifti raised the voyage over Arpi's voyage and said, "You can't find the passport by shouting.. Give it time.." It's true.
তাই একটু বিব্রতও হয় অর্পি। বিষয়টা হোটেল কর্তৃপক্ষের নজর এড়ায় না। তারা একদিনের সময় চাই অর্পির কাছে এবং অর্পির দায়িত্ব দেয় ইফতিকে। ইফতি শুরুতে রাজী না হলেও চাকরির খাতিরে তাকে রাজী হতে হয়। শুরু হয় অর্পিকে নিয়ে ইফতির দায়িত্ব। একে পাসপোর্ট না পাওয়া তার উপর একা জীবনে প্রথম বাংলাদেশে আসা। আর বাংলাদেশীদের সম্পর্কে নেভেটিভ ধারণা মাথায় থাকার কারণে ইফতির সাথে ঘুরছে ঠিকই অর্পি কিন্তু বিশ্বাস করতে পারছে না। ডলার ভাঙাবার নিজেই ইফতির হাতে ডলার দিচ্ছে আর ডলারের হিসেব কষে মনে মনে বলছে “এই লোক নিশ্চিত আমার ডলার ভাঙানো টাকা থেকেও টাকা চুরি করবে..” দু’শো ডলার ভাঙানো টাকা ইফতি অর্পির হাতে দেয়। অর্পি সন্দেহ নিয়েই টাকা গুণতে শুরু করে। খুচরো টাকা পকেট থেকে বের করার আগেই অবিশ্বাসী সুরে অর্পি ইফতিকে চার্জ করে “এখান থেকেও টাকা চুরি করতে হলো আপনার..!! আপনি কি ভেবেছিলেন ডলার ভাঙালে কত টাকা হবে আমি জানবো না..?? এটা ইন্টারনেট যুগ.. সবকিছু মানুষ আরামসে জানতে পারে..” অর্পির কথায় আর বাংলাদেশীদের এভাবে গরীব ভাবায় খুব মজা পায় ইফতি। সেও কেমন যেন মিস্ট্রিরিয়াস আচরণ করতে শুরু করে অর্পির সাথে। যার কারণে প্রতি মুহূর্তে.. প্রতি কথায় ইফতির আচরণ দেখে অর্পির মনে সংশয় বাড়তে থাকে। সংশয় মনে কিন্তু চোখ মুগ্ধ হতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইফতির সাথে যায় অর্পি। ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিয়ে যেতে থাকে ইফতি অর্পিকে। একটু ভয় থেকে মাঝে মধ্যেই সে ইফতিকে সন্দেহের চোখে দেখতে থাকে। তবু, সে অস্বীকার করতে পারে না ঢাকা শহরের সৌন্দর্য এবং অর্পি এক কথায় দু’কথায় ইফতিকে বুঝিয়েই দেয় “ঢাকা শহরের ছেলেরা লোভী.. তারা সবসময় বিদেশের পাসপোর্টধারী মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চাই বিদেশ যাবার জন্যে.. আমি বাবা অত বোকা না.. এই ধরনের ভুল আমি করবো না..” অর্পির কথা শুনে রাগ না করে খুব হাসে ইফতি। এটাতে অর্পির সন্দেহ আরও বেড়ে যায়। একদিন পার করে পরদিন সকালে অর্পি ফিরে পায় তার পাসপোর্ট। ভুলটা অর্পিরই ছিল, সে রিশেপশানে পাসপোর্ট ফেলে চলে গিয়েছিল যে ছেলেটি পাসপোর্ট পায় সে পাসপোর্টটি ড্রয়ারে ফেলে ভুলে না দিয়েই চলে যায় এবং পরদিন ছিল ছেলেটির ডে অফ তাই আর পাসপোর্ট ফেরত দিতে পারেনি অর্পিকে ছেলেটি। এই ঘটনার মুখোমুখি হয়ে অর্পি খুব লজ্জা পায় তার ব্যবহারের জন্যে। ইফতির কাছে সরি বলে এবং জানায় তার ঢাকায় আসার কারণ “উত্তরায় আমার বাবা আমার নামে একটা ফ্ল্যাট কিনেছে.. এ দেশে আমার কেন আমাদের আর কখনোই আসা হবে না.. তাই ফ্ল্যাট-টা সেল করতে এসেছি.. বায়ার অস্ট্রেলিয়াতে বসেই একজন পেয়েছি.. এখন ইফতি আপনি কি আমাকে সাহায্য করবেন..??” ইফতি এক কথায় একা এই মেয়েকে সাহায্য করার জন্যে রাজী হয়ে যায়। আবার সন্দেহ নামক পোকা নড়ে ওঠে অর্পির মাথায়। সে ভাবে, “রাজী তো হবেই নিশ্চয়ই কোন বায়ার ঠিক করে ইফতি পারসেনটেজ খাবে না হয় যে বায়ার আমি ঠিক করেছি সেই বায়ারকে ইফতি চিনে..” এই মনের কথা আর চেপে রাখতে পারে না অর্পি, ইফতিকে জিজ্ঞেস করেই ফেলে। ইফতি খুব অবাক হয়, সে-ও বুঝিয়ে দেয় এই দেশে মানুষ মানুষকে অপকার করে কম উপকার করে বেশী। আর ইফতির সাহায্য যদি না নেয় অর্পি তাহলে ইফতির জন্যেই মঙ্গল। ইফতিকে ভুল বুঝে আবারো লজ্জা পায় অর্পি। শেষ হয় ফ্ল্যাট বিক্রি। এবার অর্পির যাবার পালা। যাবার সময় অর্পি প্রস্তাব দিয়েই ফেলে ইফতিকে বিয়ে করতে চাই সে। কারণ, সে বুঝে ফেলেছে একজন বাংলাদেশী স্বামী হিসেবে যত কেয়ারিং একজন অস্ট্রেলিয়ান ততটা কেয়ারিং না। কেননা, মাত্র কয়েকদিনের জন্যে বাংলাদেশে এসেই অর্পি তার অস্ট্রেলিয়ান বয়ফ্রেণ্ডের মেইল পেয়েছে ব্রেক আপের এবং বয়ফ্রেণ্ড কারণ দেখিয়েছে, “আমি টায়ার্ড এই রিলেশান এত বছর ধরে টিকিয়ে রেখে..” অর্পি বিয়ে করে ইফতিকে অস্ট্রেলিয়াতেও নিয়ে যেতে চায়। যা ইফতি এবং তার পরিবারের জন্যেও মঙ্গল হয়। কিন্তু ইফতি শোনায় উল্টো কথা, সে এমন মেয়েকেই বিয়ে করতে চাই যে কিনা তার স্বামীর দেশকে নিজের দেশ ভেবে স্বামী এবং তার পরিবারের কাছে থাকবে, পাশে থাকবে। ইফতি ভাবে, অর্পি হয়তো থেকেই যাবে বাংলাদেশে। কিন্তু ইফতিকে ভুল প্রমাণ করে চলে যায় অর্পি অস্ট্রেলিয়া। অর্পি চলে যাবার পর ঢাকা শহরের যে যে জায়গায় ইফতি অর্পিকে নিয়ে ঘুরেছে সেই সেই জায়গায় একা একা ঘুরতে থাকে ইফতি, অর্পিকে ভিশন মিস করতে থাকে ইফতি। কেননা, সে অর্পিকে ইতি মধ্যে ভালবেসে ফেলেছে। স্ক্রীনে আমরা একটি লেখা দেখতে পাই….১৫ দিন পর………
ইফতি হোটেলে তার দায়িত্ব পালন করছে। চেক ইন কও অের্পি। অবাক হয় ইফতি। অর্পি ইফতিকে বলে” আমি বাংলাদেশের ইমিগ্রেন্ট হতে চাই….. আপনি কি আমাকে একটু সাহয্য করবেন? আমি আমার স্বামীর দেশে থাকার জন্যে এসেছি ……….”। ইফতি হেসে দেয়…..অর্পিও ………….।

This post was last modified on জুলাই ১, ২০১৬ 12:13 pm

Staff reporter

Recent Posts

বলিউড অভিনেত্রী কাজল কেনো তার নামের সঙ্গে ‘পদবি’ ব্যবহার করেন না?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী কাজল কখনই তার নামের সঙ্গে কোনো পদবি ব্যবহার…

% days ago

রাগে ফোঁস ফোঁস করছে সাপ শঙ্খচূড়: তাকে শান্ত করতে মাথায় মাথা ঠেকালেন যুবক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে…

% days ago

চিত্র শিল্পীর তুলিতে আঁকা ছবি?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩২…

% days ago

গরমে ঘামাচি প্রতিরোধের উপায় না জানলে ভুগতে হতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘামাচির প্রাদুর্ভাব দেখা দেয়। আর তখন ঘামাচি…

% days ago

বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জাহরাত আদিব চৌধুরী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন…

% days ago

কম ঘুমোলেই কী ওজন বাড়ে না? বিজ্ঞানীরা কী বলেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতপক্ষে কম ঘুম মানেই স্থূলত্ব এবং বেশি ঘুম মানেই রোগা…

% days ago