The Dhaka Times Desk উপকূলের কাছাকাছি অবস্থান করছে ঘুর্ণিঝড় মহাসেন। তবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এরইমধ্যে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হেনেছে। চট্টগ্রামের সন্দ্বীপে আঘাত হেনেছে মহাসেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে আগাচ্ছে মহাসেন। এবং এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মহাসেন। খেপুপাড়ায় আঘাত হানার পর সেখানে ভারি বৃষ্টি হচ্ছে। ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার অতিক্রম করবে।
সন্দ্বীপে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মহাসেন। বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।