The Dhaka Times Desk শুভ সকাল। শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪২৩ বঙ্গাব্দ, ৩ সফর ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক খঞ্জনদীঘির মসজিদ। ইট আর চুনা পাথর দিয়ে গড়া নান্দনিক সৌন্দর্যপূর্ণ স্থাপনা এটি।
দারসবাড়ী মসজিদের ঠিক দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার দুরে বল্লাল সেন খননকৃত বালিয়া দীঘির দক্ষিণ পাড় ঘেঁষে ঠিক পূর্বদিকে কিছুদূর গেলে চোখে পড়বে খঞ্জনদীঘির মসজিদ। এটি এক প্রাচীন জলাশয়ের পাশেই অবস্থিত। খঞ্জনদীঘির মসজিদটি অনেকের কাছে খনিয়াদীঘির মসজিদ নামেও পরিচিতি। আবার অনেকেই এটিকে রাজবিবি মসজিদও বলে থাকেন।
এক তথ্যে জানা যায়, এই মসজিদটির আয়তন ৬২x৪২ ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গের আকারে তৈরি করা হয়েছে। এই বর্গের প্রত্যেক বাহু ২৮ ফুট করে লম্বা। ইট-সুরকির তৈরি এই মসজিদের বাইরে সুন্দর কারুকাজ সমৃদ্ধ।
এই খঞ্জনদীঘির মসজিদটি কখন নির্মিত হয়েছিল এবং কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে মসজিদ তৈরির নমুনা দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন এটি ১৪ শতকে নির্মাণ করা হয়েছিল।
Image and information: Courtesy of www.jagonews24.com.