The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Official opening of Bangladesh Startup Cup 2017: Entrepreneur bus will travel across the country

বাংলাদেশ স্টার্টআপকাপ ২০১৭ একটি ইকো সিস্টেম তৈরি বিষয়ক উদ্যোগ

The Dhaka Times Desk নেদারল্যান্ডস সরকার ও ভারতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আভিস্কারের সহযোগিতায় ও বেটারস্টোরিজ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, “বাংলাদেশ স্টার্টআপকাপ ২০১৭”।

বাংলাদেশ স্টার্টআপকাপ ২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন: দেশজুড়ে ঘুরবে উদ্যোক্তা বাস 1

এ উপলক্ষে সোমবার রাজধানীর গুলশানক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত লিওনিকুলেনারা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেসটুইন ফরমেশনের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ স্টার্টআপ কাপ প্রকল্পপরিচালক সেলিমা হোসাইন এলেন ও উপ-প্রকল্প পরিচালক মুহাইমিন খান।

বিদেশের ৬০ টিরও বেশি দেশে আয়োজিত স্টার্টআপ কাপের অংশ হিসেবে স্থানীয় নতুন উদ্যোক্তাদের সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে বাংলাদেশেও হতে যাচ্ছে “বাংলাদেশ স্টার্টআপকাপ ২০১৭”।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশ স্টার্টআপকাপ ২০১৭ একটি ইকো সিস্টেম তৈরি বিষয়ক উদ্যোগ। এটি একটি বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা,যা দেশজুড়ে অনুষ্ঠিত হবে।বিশেষায়িত একটি বাস বাংলাদেশের ৭টি বিভাগীয় শহরে ভ্রমণের মাধ্যমে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করবে এবং উদ্যোক্তাদের স্থানীয় স্টার্টআপ ব্যবসারসুষ্ঠু পরিবেশ তৈরি ও বিকাশে সহায়তা করবে।

বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ৭ দিন করে ইকোসিস্টেম তৈরির জন্য কর্মশালা, নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।

আগ্রহীরা আগামী ২৫ মার্চ ২০১৭ এরমধ্যে bangladesh.startupcup.com এই লিংকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। যোগাযোগ করা যাবে ০১৭৫৪১৪১১৮৮ এই নাম্বারে।

২০০৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবসাবিষয়ক উদ্যোগ ইনকিউবেটর হিসেবে বেটারস্টোরিজ কার্যক্রম শুরু করে। ২০১৪ সালে বেটারস্টোরিজ স্টার্টআপ ইকো সিস্টেম উন্নয়নের লক্ষ্যে অনেকগুলো ইভেন্টের আয়োজন করে যেখানে ৮০০ প্রতিযোগী অংশ নিয়ে দুটি সফল স্টার্টআপ তৈরি করে। তবে দেশের অন্য সাতটি বিভাগে খুব সামান্য সংখ্যক উদ্যোক্তাই এ সম্পর্কে জানতে পেরেছেন। তাই বাংলাদেশ স্টার্টআপ কাপ২০১৭ দেশের সাতটি বিভাগের মধ্যে স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তোলার পাশাপাশি বিলিয়ন ডলার স্টার্টআপ তৈরির জন্য সহযোগিতা করবে। খবর সংবাদ বিজ্ঞপ্তি’র।

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish