The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Find out the fortune of your teeth!

‘মুখ-সামুদ্রিক’ নামে পরিচিত এক শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে থাকে

The Dhaka Times Desk অর্থভাগ্য নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। কিভাবে বা কি করলে অনেক অর্থের অধিকারী হওয়া যায় তা নিয়ে আমরা আগ্রহী সব সময়। এবার শোনা গেলো এক ব্যতিক্রমি কথা। দাঁতই নাকি বলে দেবে আপনার অর্থভাগ্য কেমন!

আপনার দাঁতের অবস্থা দেখে অর্থভাগ্য জেনে নিন! 1

সংবাদ মাধ্যমের এমন একটি খবর সত্যিই সকলের দৃষ্টি আকৃষ্ট করেছে। কারণ ভাগ্য বিশেষ করে অর্থভাগ্য নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। তবে যদি দাঁতই এমন একটি কথা বলে দিতে পারে তাহলে তো কথায় নেই। বলা হয়েছে, ‘মুখ-সামুদ্রিক’ নামে পরিচিত এক শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে থাকে। মুখমণ্ডলের প্রসঙ্গে অবধারিতভাবে চলে আসে দাঁতের কথাও।

ভারতীয় জ্যোতিষের অতি প্রাচীন শাখা হলো এই সামুদ্রিক শাস্ত্র। দেহলক্ষণ হতে ভবিতব্য নির্ণয়ের এই শাস্ত্র আবার কতগুলো উপশাখায় বিভক্ত। হস্ত, কপাল কিংবা সমগ্র অবয়বের বিচার যেমন এই শাস্ত্রের বিভিন্ন দিক দিয়ে থাকে, তেমনই মুখমণ্ডলের বিষয়েও পৃথক করে গুরুত্ব দেয় এই শাস্ত্রের একটি বিশেষ শাখা। যার নাম ‘মুখ-সামুদ্রিক’। এই পরিচিত ওই শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে থাকে।

বলা হয়েছে দন্তবৈচিত্র্য অনুযায়ী ভাগ্যও যে বদলায়, তার একটা হিসেব হাজির করেছে এই ‘মুখ-সামুদ্রিক’। এক্ষেত্রে উপস্থাপন করা হল দাঁতের গড়ন অনুযায়ী অর্থভাগ্যের কয়েকটি খতিয়ান।

# প্রথমত বলা হয়েছে, যাদের দাঁত সমান মাপের, দাঁতের মাঝে কোনও ফাঁক-ফোঁকর নেই ও দন্তসারি সুসংবদ্ধ, তাদের অর্থভাগ্য অসামান্য! বলা হয়েছে এদের জীবনে কখনই অর্থকষ্টে পড়তে হবে না!

# যাদের গজদাঁত রয়েছে, তাদের আবার অর্থভাগ্যে কিছুটা সমস্যা রয়েছে। মাঝে মাঝেই এদের উপার্জনে বাধা চলে আসে। জীবনে সাফল্যও আসে দেরিতে।

# আবার যাঁদের দাঁতের রং ঈষৎ হলদেটে টাইপের, তবে সাদা ভাবই বেশি, তাদের অর্থভাগ্য দারুণ। তবে বলা হয়েছে ঝকঝকে সাদা দাঁতের অধিকারীদের নাকি অর্থভাগ্য একেবারেই ভাল নয়!

# বলা হয়েছে যে, যাদের দাঁতের সংখ্যা ৩১-৩২, তারা প্রচণ্ড অর্থভাগ্যের অধিকারী। তাদের খ্যাতিও জুটবে খুব তাড়াতাড়ি।

# এতে আরও বলা হয়েছে, যাদের দাঁতের সংখ্যা ২৮-৩০, তাদের অর্থভাগ্যে টানাপোড়েন এলেও তারা সহজেই সবকিছু সামলে নিতে পারেন।

# আর যাদের দন্তসংখ্যা ২৫-২৮, তারা অর্থোপার্জন করলেও তাদের স্বাস্থ্যখাতেই সব অর্থ বেরিয়ে যায়।

# বলা হয়েছে, যাদের দাঁতের সংখ্যা ২৫-এর কম, তাদের আর্থিক সাফল্য অত্যন্ত বিলম্বিত। অর্থাৎ তারা ভাগ্য বিড়ম্বিত!

# আবার যাদের দাঁত খুবই পাতলা, তাদের অর্থোপার্জন সর্বদা সৎপথে হবে না বলেই জানিয়েছে ‘মুখ-সামুদ্রিক’!

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish