The Dhaka Times Desk যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্র সৈকতে হঠাৎ দেখা গেছে বিশাল আকৃতির বিলুপ্ত প্রায় ‘লেদার বেক’ নামের এক কচ্ছপ! এই বিশাল কচ্ছপটির ভিডিও এখন অনলাইনে ভাইরাল।
সম্প্রতি এমনই একটি বিশাল আকৃতির কচ্ছপ দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্র সৈকতে। ভ্রমণে আসা দর্শনার্থীরা এটি দেখে ভিডিও করেন। ওই অতিকায় কচ্ছপটি দেখে হতবাক হয়ে যান উপস্থিত লোকজন। এক উপস্থিত আলোকচিত্রী ক্যামেরায় বন্দি করেন ওই কচ্ছপের বিচরণ দৃশ্যটি। তারপরই ইন্টারনেটে ছড়িয়ে পরে বিশাল সেই কচ্ছপের ভিডিওটি। মুহূর্তে যেনো সেটি ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, হাচিনসন আইল্যান্ডে ডিম পাড়তে এসেছিল ওই বিশাল কচ্ছপটি। ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আকৃতির কচ্ছপটি আমার তীর থেকে আস্তে আস্তে নেমে সাগরে ফিরে যাচ্ছে। তবে বিশাল আকৃতির জন্য তাকে কিছুটা বেগ পেতে হচ্ছে, ভিডিও দেখে অন্তত তাই বোঝা গেলো।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রজাতির কচ্ছপের ওজন ৭০০ কেজি পর্যন্ত হয়। তবে অত্যাধিক মৎস্য শিকার এবং পরিবেশ দূষণের জন্য বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এই কচ্ছপ প্রজাতিটি।
দেখুন বিশাল কচ্ছপটির ভিডিও