The Dhaka Times Desk ‘ছুটির ঘণ্টা’ ছবির কথা অনেকের মনে আছে নিশ্চয়ই? ‘ছুটির ঘণ্টা’র সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করলো ঈদের বিশেষ অনুষ্ঠান ‘সেদিনের তারকা’।
‘ছুটির ঘণ্টা’র সেই সিনেমার কাহিনী এক সময় ছিলো সকলের মুখে মুখে। কারণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নিয়ে সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলো। ওই ছবিতে স্কুলের বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকনকে আজও ভুলতে পারেননি সে সময়ের সিনেমাপ্রেমীরা। যে ছবিটিতে ছিলেন নায়ক রাজ রাজ্জাক।
সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন এবার নির্মাণ করলো ঈদের বিশেষ অনুষ্ঠান ‘সেদিনের তারকা’। অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।
অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘একসময়ের পর্দাকাঁপানো মানুষগুলোকে আবার পর্দায় আনতে পেরে খুব ভালো লাগছে। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।’
সুমন ও উপস্থাপক ইকবাল খন্দকার
‘সেদিনের তারকা’ অনুষ্ঠানে মাস্টার সুমন তার অভিনয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেছেন বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কেও। মাসউদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ‘সেদিনের তারকা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আজগর আলী। এটি প্রচারিত হবে বিটিভিতে বিশেষ ঈদ-অনুষ্ঠানমালায়।