দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাপড়কে পরিপাটি করে তোলার ক্ষেত্রে ইস্ত্রির কোন বিকল্প নেই। আর বিশেষকরে সুতি কাপড় পরে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে। তাছাড়া কাপড়ের ভিন্নতার উপর রয়েছে ইস্ত্রি করার পদ্ধতির ভিন্নতা।
অনেকে শার্ট, প্যান্ট, শাড়ি কিংবা অন্যান্য প্রয়োজনীয় পরিধেয় কাপড় বাইরে লন্ড্রিতে ইস্ত্রি করিয়ে নেন আবার অনেকে তা ঘরেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে তাই আপনাকে জানতে হবে বিশেষ কিছু নিয়ম তা না হলে আপনার সুন্দর পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে।
১. সুতি কাপড় ইস্ত্রি করার পূর্বে পানি দিয়ে হালকা ভিজিয়ে নিন। তাতে কাপড়ের টান টান ভাব আসবে ইস্ত্রি করতে সুবিধা হবে।
২. কাপড়ে মাড় দেওয়া থাকলে ইস্ত্রি করার পূর্বে কাপড় অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩. ক্রেপজাতীয় কাপড় ইস্ত্রি করার সময় আরেকটি হাল্কা ভেজা কাপড়ের ভাঁজের মধ্যে রেখে তারপর ইস্ত্রি করুন।
৪. সিল্ক, রেয়ন বা নাইলনের কাপড় ইস্ত্রি করার সময় তাতে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে নিন। ইস্ত্রি হালকা গরম করে নিয়ে তারপর ব্যবহার করুন।
৫. ব্লক বা স্ক্রিণপ্রিন্ট করা কাপড়ের ক্ষেত্রে ইস্ত্রি করার সময় বিপরীত দিক থেকে ইস্ত্রি করুন, তাতে এর রং নষ্ট হয়ে যাবে না।
৬. যেকোনো ধরনের কুশন কভার উল্টে নিয়ে তারপর ইস্ত্রি করুন। তাতে এর উপরের অংশে ইস্ত্রির ছাপ পড়বে না।
৭. শার্ট ইস্ত্রি করার সময় প্রথমেই কলারটা ইস্ত্রি করে ফেলুন।
৮. লোহার পাত বসানো ইস্ত্রির ক্ষেত্রে তলা পরিষ্কার করার সময় গরম ইস্ত্রিতে মোম ঘষে দিন। এছাড়া গরম ইস্ত্রির প্লেটে সামান্য অলিভ অয়েল মাখিয়ে নিতে পারেন। এতে করে কাপড়ে ইস্ত্রির দাগ পড়বে না।
৯. ইস্ত্রি করার জন্য সবসময় সমতল জায়গা বেছে নিন।