The Dhaka Times Desk শাওয়ালের চাঁদ দেখা গেছে কাল ঈদ। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে এরপর শাওয়ালের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হয়। সেই মোতাবেক কাল পবিত্র ঈদ-উল-ফিতর।
শাওয়ালের চাঁদ দেখা গেছে কাল ঈদ। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে এরপর শাওয়ালের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হয়। সেই মোতাবেক আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে ঈদ-উল-ফিতর পালিত হবে।
এদিকে যারা দেশে গিয়ে মা-বাবা বা আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ করবেন তারা আগেই চলে গেছেন। তবে যারা এখনও যাননি তারা আজ রাতের মধ্যে দেশে চলে যাবেন। ঈদে নিজ গ্রামের বাড়িতে যেতে বেশ কষ্ট করে যেতে হয়। অনেক কষ্ট করে হলেও আপনজনদের সঙ্গে ঈদ করার আনন্দ এক অন্যরকম অনুভূতি। আর তাই বাঙালিরা সেই কষ্টকে তুচ্ছ করে নিজ গ্রামের বাড়ি গিয়ে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সকলের জন্য এবারের ঈদ আনন্দ বয়ে আনুক সেটিই আমাদের প্রত্যাশা। ঈদ মোবারক।