The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এটিএন বাংলার ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পবিত্র ঈদ উল আযহায় এটিএন বাংলা বিশেষ অনুষ্ঠানসূচি গ্রহণ করেছে। পাঠকদের সুবিধার্থে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত দেওয়া হলো।

ATN NANGLA

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এবার বাজারে আসছে ইভা রহমানের ২৩তম একক অ্যালবাম ‘মন আমার’। এবারের অ্যালবামে মোট গানের সংখ্যা ১০। অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন শেখ রেজা শানু এবং সুর ও সঙ্গীতায়জনে ছিলেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ১০টা
eva rahman eid musical show
৪০ মিনিটে প্রচারিত হবে নতুন এই অ্যালবামের সবকটি গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ইভা রহমানের প্রতিটি অ্যালবামের মাধ্যমেই দেশ বিদেশের মনোরম স্থানগুলোকে তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের অ্যালবামের মোট ৫টি গান চিত্রায়ন করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এছাড়া বাকী ৫টি গানের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে ঢাকার বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে। প্রেম, ভালোবাসা, ভালোলাগা এবং বিরহকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে।
এবারের গানগুলো হলোঃ তুমি বৃষ্টি নাকি রোদ্দুর, আমার চাঁদের আলো, ইয়া আল্লা সোবানআল্লা, মনের আঙ্গিনায় তোমার ছায়া, তোমার চোখে, বৃষ্টি কথা রেখেছে, মন হারিয়ে ফেলেছি, জীবনের পরে যদি, থাকবো তোমারই হয়ে এবং মন আমার। এবারের অ্যালবামের চারটি গান ব্যবহৃত হয়েছে ঈদের তিনটি টেলিফিল্মে। টেলিফিল্ম গুলো প্রচারিত হবে এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়।

ঈদের বিশেষ নাটক ‘এ এক অন্য ভালবাসা’

এটিএন বাংলায় ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘এ এক অন্য ভালবাসা’। নাটকটি রচনা করেছেন সাগর জাহান। পরিচালনায় ইমরান হোসেন ইমু। নাটকের গল্পে দেখা যাবে-রফিক খুবই মেধাবী ছাত্র, এমএ পাশ করে ঢাকাতে এসে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সে বাংলা চলচিত্রের সুপারস্টার সাগরিকার অন্ধ ভক্ত। সাগরিকাকে এক নজর দেখার জন্য নিয়মিত এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। অনেক কষ্ট করে সাগরিকার বাসার
A Ek Onno Rokam Valobasa (2)
ঠিকানা ম্যানেজ করে এবং নিয়মিত সাগরিকার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সে সাগরিকার নজরে পড়ে এবং সাগরিকা রফিককে ডেকে কথা বলে তারই প্রিয় নায়িকা সাগরিকা। সেই থেকে রফিক সাগরিকার চারপাশে ছায়ার মত লেগে থাকে। এ বিষয়টা নিয়ে পত্রিকার নিউজ হয়। সুপারস্টার সাগরিকা তার ভক্ত রফিকের প্রেমে পড়ছে। সাগরিকার বয় ফ্রেন্ডের সাথে দ্বন্ধ বাধে। বয়ফ্রেন্ডেকে ভুলে যেতে বলে। সাগরিকা রফিকের সরলতা, উদারতা সব কিছু চিন্তা ভাবনা করতে থাকতে এবং সিদ্ধান্ত নেয় সে রফিককে বিয়ে করবে। একদিন রফিককে বাসায় ডেকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রফিক খুব স্বাভাবিক ভাবে সাগরিকার প্রস্তাব নাকচ করে দেয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে চলছে। নাটকে রফিকের চরিত্রে অভিনয় করছে চঞ্চল চৌধুরী। সাগরিকার চরিত্রে অভিনয় করছে বিন্দু।

ঈদের অনুষ্ঠান ‘কিছু ছন্দ কিছু গান’

এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন রাত ৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কিছু ছন্দ কিছু গান’। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে থাকছে মোট ৫টি নাচ। নৃত্য পরিবেশনায় অংশগ্রহন করেছেন নাদিয়া, লিখন, উপমা, রনবীর, শখ, জ্যোতি, আসাদ, শাওন, মিলন, ফরহাদ, সৌরভ, রুপমনি, বর্না, সুতপা, শতাব্দী
KISU SONDO KISU GAAN_ (6)
প্রমুখ। কাব্যিক কথামালার সঙ্গে আধুনিক ও ভিন্ন ধারার পোশাক এবং ভিন্ন ভিন্ন সরঞ্জামের সমন্বয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। নৃত্য পরিচালনা করেছেন কবীরুল ইসলাম রতন। রুমানা রশিদ ইশিতার উপস্থাপনা এবং শম্পা মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইভা রহমান।

ঈদের টেলিফিল্ম ‘নোটবুক’

একটি নোটবুক। যেখানে রয়েছে একজন নারীর ফেলে আসা জীবনের অনেক অধ্যায়ের কথা। ভালোবেসে বিয়ে করা মানুষটি হঠাৎ বদলে যায়। তাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন মেয়েটির স্বামী। ‘নোটবুক’ নামে ঈদের একটি বিশেষ টেলিফিল্মে নির্যাতিত মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। বিশিষ্ট সাংবাদিক ও নাট্যনির্মাতা রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘নোটবুক’।
Notebook (8)
নোটবুকের গল্পে দেখা যাবে পপির জীবন চরম হুমকীর সম্মুখীন। তার স্বামী ভালোবাসার মানুষ এখন পরকীয়ায় আসক্ত। এই নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পপির বনিবনা হচ্ছিল না। শেষমেষ পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী। পপি একদিন সৈয়দপুরে তার খালার বাসায় বেড়াতে যায়। কৌশলে তার সাথে একই বাসে হুমায়ূন আহমেদের হিমু সাজিয়ে এক সন্ত্রাসীকে সৈয়দপুর পাঠিয়ে দেয় পপির স্বামী। তারপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, গুণী নির্মাতা রেজানুর রহমানের সাথে এটাই আমার প্রথম কাজ। দীর্ঘদিন ধরে আমরা দুজনেই সুযোগ খুঁজছিলাম একটি ভালো কাজ করার। ব্যাটে বলে মিলছিল না। এবার হঠাৎ করেই সুযোগটা মিলল। টেলিফিল্ম ‘ নোটবুকে’র কাহিনি অসাধারণ। একেবারেই পারিবারিক ঘটনা। দেখে মনে হবে আমার আপনার সকলের জীবনেই কোনো না কোনো ভাবে এমনটি ঘটেছে। টেলিফিল্মটিতে পপি ছাড়াও আরো একজন চিত্রনায়িকা অভিনয় করেছেন। তার নাম সুমনা সোমা। আরো অভিনয় করেছেন সময়ের আলোচিত তারকা শাহাদাৎ। সাথে রয়েছেন আবীর খান, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ন আহমেদসহ অনেকে।

ঈদের বিশেষ টেলিফিল্ম ‘প্রীতি ও শুভেচ্ছা’

ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের দিন দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রীতি ও শুভেচ্ছা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুন, সিদ্দিকুর রহমান ও জাহিদ হাসান।
পুলক সদ্য বিদেশ ফেরত এক তরুণ। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একদিকে যেমন অনেক টাকার মালিক হয়ে বসে আছে অন্যদিকে বিয়ের বয়সও পার হয়ে যায় যায় করছে। যে কারণে দেশে ফেরার পর থেকেই পরিবারের সাথে পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার সবাই মিলে ওর বিয়ের চেষ্টা শুরু করে। কিন্তু কোন মেয়েই পুলকের পছন্দ হয় না। অথবা পুলককে মেয়েদের পছন্দ হয় না। যে কারণে পুলকের বিয়ে হচ্ছে না। দীর্ঘদিন পর বিদেশ থেকে এসেছে বলে এলাকার মানুষজনের সাথেও তার খুব একটা পরিচিতি নেই। সামনে ঈদ। নিজের পরিচয় তুলে ধরার জন্য এলাকার ছোট ভাই মাখন পুলককে পোষ্টার ছাপানোর পরামর্শ দেয়। বুদ্ধিটা মনে ধরে। পরদিনই নিজের ছবি দিয়ে এলাকাবাসীকে ‘প্রীতি ও শুভেচ্ছা’ জানিয়ে পোষ্টার ছাপিয়ে সমস্ত মহল্লার দেয়ালে দেয়ালে লাগিয়ে দেয়।
PRITY O SUVECCHA_1
তামান্না একটা গার্লস স্কুলের শিক্ষিকা। আসা যাওয়ার পথে প্রায়ই পুলককে ছেলেদের সাথে আড্ডা দিতে দেখে খুবই বিরক্ত হয় সে। এই নিয়ে একদিন ওকে অপমানও করে। ব্যানার ছিড়ে ফেলার অজুহাতে এলাকার এক ছেলেকে মাখন ও ওর লোকজন ধরে আনে। ওরা ছেলেটাকে মারধর করতে শুরু করে তখনই সেখানে আসে তামান্না। তামান্না ছেলেটার পক্ষে ওর যুক্তি তুলে ধরে অন্যায় করার জন্য পুলককে বকাঝকা করে। ওকে বুঝিয়ে দেয় নাম কুড়ানোর জন্য ও যে টাকা খরচ করছে সেই টাকা দিয়ে গরীব দুখী মানুষকে সাহায্য করলে তারা সুন্দর করে ঈদ করতে পারত। তামান্নার কথাটা খুব মনে ধরে পুলকের। পরদিনই সে ওদের বাসায় যায়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওর নিজের পাশে তামান্নাকে চায়।

ঈদ আয়োজনে ৬টি সিনেমা

এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে প্রতিদিনই দর্শকদের জন্য রাখা হয়েছে জনপ্রিয় ৬টি বাংলা ছায়াছবি। ছায়াছবিগুলো ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে।
১৬ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘আমার বুকের মধ্যিখানে’। পরিচালনাঃ সাফি ইকবাল। শ্রেষ্ঠাংশেঃ শাকিব, অপু বিশ্বাস, রেসি, আহমেদ শরীফ
১৭ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘ভালবাসার রঙ’। পরিচালনাঃ শাহিন সুমন। শ্রেষ্ঠাংশেঃ বাপ্পি, মাহী, রাজ্জাক।
১৮ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘জান কোরবান’। পরিচালনাঃ এম বি মানিক। শ্রেষ্ঠাংশেঃ শাকিব, অপু বিশ্বাস, মিসা সওদাগর।
১৯ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘সাহেব নামে গোলাম’। পরিচালনাঃ রাজু চৌধুরী। শ্রেষ্ঠাংশেঃ শাকিব, মৌসুমী, সাহারা, রেসি, নিরব।
২০ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘চাচ্চু আমার চাচ্চু’। পরিচালনাঃ পি এ কাজল। শ্রেষ্ঠাংশেঃ দিঘী, শাকিব, অপু বিশ্বাস, রাজ্জাক।
২১ অক্টোবর ২০১৩ প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বিপদজনক’ পরিচালনাঃ আজিজ আহমেদ বাবুল। শ্রেষ্ঠাংশেঃ মৌসুমী, আমিন খান, পূর্নিমা, মিজু আহমেদ।

ঈদের বিশেষ নাটক ‘উত্তম সুচিত্রা’

ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উত্তম সুচিত্রা’। ইরাজ আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, অপি করিম, অপূর্ব প্রমুখ।
UTTAM SUCHITRA (6)
সৈয়দ হাসান ইমাম উত্তম-সুচিত্রা জুটির ভীষন ভক্ত। সারাদিন প্রিয় জুটির সিনেমা দেখেন তিনি। উত্তম-সুচিত্রাকে পছন্দ করে না এমন কাউকে বাসা ভাড়াও দেন না। একদিন অপূর্ব তার বাসা ভাড়া নিতে যায়। দুজনার মধ্যে কথাবার্তার একপর্যায়ে হাসান ইমাম অপূর্বকে উত্তম-সুচিত্রা জুটির কয়েকটি সিনেমার নাম বলতে বলে। ঘরে থাকা ডিভিডি দেখে কয়েকটি সিনেমার নাম বলতে পারায় অপূর্বকে বাসা ভাড়া দেন তিনি। তবে একটি শর্ত জুড়ে দেন, কোন মেয়ে বাসায় প্রবেশ করতে পারবে না। তার একটাই কথা সুচিত্রা সেন ছাড়া অন্য কোন মেয়ে এই বাসায় প্রবেশ করতে পারবে না।
অপির সাথে এনগেজমেন্ট হয়েছে অপূর্বর। বাসা ভাড়া নিয়ে অপিকে বাড়িওয়ালার সুচিত্রা-উত্তম প্রীতির কথা বলে। একজন এনজিও কর্মী হিসেবে হাসান ইমামের বাসায় যায় অপি। উত্তম-সুচিত্রা নিয়ে তার সঙ্গে অনেক কথাবার্তা বলে। এক পর্যায়ে অপির ফ্যান হয়ে যান তিনি। এরপর থেকে সব সময় অপির কাছেই থাকেন এবং গল্পগুজব করেন তিনি। এ নিয়ে অপূর্বর সাথে দূরত্ব তৈরি হয়। কাহিনী মোড় নেয় অন্যদিকে।

টিভি প্রিমিয়ারে ‘ভালোবাসার রঙ’

ঈদুল আযহায় টিভি প্রিমিয়ার হবে ডিজিটাল ধারার বাংলা সিনেমা ‘ভালোবাসার রঙ’। আগামী ১৭ই অক্টোবর ২০১৩ এটিএন বাংলার ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে ডিজিটাল ধারার এই সিনেমা।
VALOBASAR RONG (2)
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের কোলে চিত্রায়িত ডিজিটাল ধারার এ সিনেমা দেশব্যাপী শুভ মুক্তি পায় গতবছরের ৫ অক্টোবর। এই সিনেমা মুক্তির পূর্বে দেশের অনেকগুলো সিনেমাহলকে ডিজিটালে রূপান্তরের উদ্যোগ গ্রহন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যশোরের মনিহার, ঢাকার সনি, রাজমণি, সিরাজগঞ্জের রজনীগন্ধা ইত্যাদি। বর্তমান সময়ের সফল বাংলা ছবির নির্মাতা শাহিন ও সুমন পরিচালিত এ সিনেমাটি ঢাকাসহ সারাদেশের ৫৮টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হয়। এটি পুরোপুরি একটি মিষ্টি প্রেমের ছবি। ছবিটির গল্প অসাধারণ। আর গানগুলো একেবারেই অন্যরকম হয়েছে। এই সিনেমায় বাপ্পি ও মাহী ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান, মিজু আহমেদ, লাক্স তারকাখ্যাত বিপাশা প্রমুখ।
শওকত আলী ইমন ও ইমন সাহার সংগীত পরিচালনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আগুন, মিলা, সায়মন, ন্যান্সি, কনা, কিশোর ও রন্টি।

ঈদের বিশেষ টেলিফিল্ম ‘হয়তো তবুও ভালোবাসা’

এটিএন বাংলায় ঈদুল ইযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘হয়তো তবুও ভালোবাসা’। টেলিফিল্মটি রচনা করেছেন ফারিয়া হোসেন। মূল ভাবনা ও পরিচালনায় শেখ রুনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, সাবেরী আলম, চিত্রনায়ক আমিন খান ও মিমো।
Hoyto Tobuo Bhalobasha
হঠাৎ করেই রাসেল দেখতে পায় মিমিকে। প্রথম দেখাতেই মিমিকে তার ভাললাগে। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ূয়া মিমি যেমন সুন্দরী, তেমনি ওর মধ্যে একটি অদ্ভুত নরম মন আছে। রাসেল ওকে যত দেখে তত আরও বেশি প্রেমে পড়ে। রাসেল কম বয়েসেই ভাল ব্যবসা করছে। যশোরে ওর মা। রাসেল একসময় মায়ের দেয়া গলার চেনটিও পরিয়ে দেয় মিমিকে। মিমির মধ্যে প্রচন্ড ভালবাসা। প্রথম দেখা, প্রেম তারপর ঘর বাধা এবং সারাজীবন সুখে আর ভালবাসায় কাটানো। এই স্বপ্নে বিভোর মিমি। পথে শুধু একটি বাধা। রাসেল একটি বড় কাজের টেন্ডার দিয়েছে। শুধু মাত্র ১০ লাখ টাকার জন্য কাজটি তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। মিমি জানায় ওর বাবার কাছ থেকে ১০ লাখ টাকা খুব সহজে এনে দিতে পারে। এনে দেয়ও। রাসেল খুশি, মিমি আরও বেশি খুশি। রাসেল কাজটি পায়, কিন্তু হঠাৎ করে যশোরে মায়ের অসুখের কথা শুনে ওকে যশোরে যেতে হবে। রাসেল মিমিকে পড়ানো চেনটি নিয়ে যেতে চায়। কারণ মা এটি তার ছেলের বউকে নিজের হাতে পরাবেন। মিমিও সেই দিনের অপেক্ষায় থাকে। রাসেল চলে যায়। এখানে এসেই রাসেলের অন্য এক চেহারা। সে হিসাব করে দুই মাসে তার কত খরচ আর কত লাভ। ২ মাসের লাভে সে খুশি। ১ মাস পর সে আবারও নতুন উদ্যমে আরও একটি প্রাইভেট ইউনিভার্সিটির সামনে যেয়ে দাঁড়ায় নতুন শিকারের আশায়। পেয়েও যায় একটি সুন্দরী মেয়ে লতাকে। সুন্দর চেহারার রাসেলের এটাই কাজ। সে ধনীর মেয়েদেরকে টার্গেট করে। তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেয়। কিন্তু রাসেলের মনে কি কখনোই সত্যিকারের প্রেম আসে না। আর মিমিরই বা কি হয়? সে কি রাসেলের অপেক্ষায় থাকবে? সত্যিটা জানবে, নাকি সে রাসেলের এই অন্যায়কে বন্ধ করার জন্য কিছু করবে। কিন্তু সে তো রাসেলকে ভালবেসেছিল। তবুও তো তার মনে ভালবাসা থেকে যেতে পারে।

ঈদের বিশেষ নাটক ‘মেয়েটি কি প্রোতিশোধ পরায়ণ?’

এটিএন বাংলায় ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘মেয়েটি কি প্রোতিশোধ পরায়ণ?’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, অয়ন চৌধূরী,স্নিগ্ধা, সুকন্যা সৈয়দ ও আবুল হায়াত।
Meyeti Ki Protisodh Porayan (1)
জনপ্রিয় নাট্যকার গোলাম ফারুক গ্রামে ঘুরতে এসে একটি চমৎকার গল্প পেয়ে যায়। গল্পটি নিয়ে নাটকও লিখে ফেলেন তিনি। নাটকটি পড়তে পড়তে পরিচালক কাজী কোয়েলের মনে হয় নাটকের প্রধান চরিত্র যে মেয়েটি “বানেসা খাতুন” সে প্রোতিশোধ পরায়ণ। পরিচালকের এই মতের সাথে কিছুতেই একমত না অন্যরা। ব্যাস শুরু হয় তর্ক। তর্কের এক পর্যায়ে সাবস্ত হয় নাটকটি অভিনিত হবে। দর্শকরা রায় দেবে। নাটক তৈরী হয় কিন্তু সমাধান আসেনা। সবাই এবার মুখোমুখি হয় সত্যিকারের বানেসার।

ঈদের বিশেষ পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘ভালো থেকো সবুজ পাতা’

এটিএন বাংলায় ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৫ পর্বের ধারাবাহিক ‘ভালো থেকো সবুজ পাতা’। ঈদের পরিদিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। প্রসূন রহমানের চিত্রনাট্যে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন, মোনালিসা, মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, শাহেদ শরিফ খাঁন, ফারাহ রুমা, সাঈদ বাবু, মাজনুন মিজান, অলিউল হক রুমি, শিরিন শীলা, হাফসা মৌটুসী, মনীষা, টুনটুনি, মঞ্জুরুল ইসলাম নান্টু এবং জামাল রাজাসহ আরো কয়েকজন।
‘ভালো থেকো সবুজ পাতা’ বাংলাদেশের শাশ্বত গ্রামীণ জীবনের গল্প। প্রযুক্তির প্রসারতার ফলে এখন ঘরে ঘরে টেলিভিশন পৌঁছে যাচ্ছে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। কিন্তু এইসব আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি শিক্ষার আলো যথাযথভাবে পৌঁছাতে পারছে না সবখানে। ফলে রয়ে যাচ্ছে নানা রকমের কুসংস্কার, ধর্মের নামে রয়ে যাচ্ছে পীর ব্যবসায়ী, রয়ে যাচ্ছে ফতোয়াবাজির মতো নানা অনাচার। ‘ভালো থেকো সবুজ পাতা’ গল্পে ভাটি অঞ্চলের এমনি একটি গ্রামের গল্প আমরা দেখতে পাই, যেখানে শহর থেকে গ্রামে বেড়াতে যায় এক তরুণ। গিয়ে দেখে তার দাদার করে যাওয়া স্কুলটি বন্ধ করে মাদ্রাসা হিসেবে চালু করেছে স্থানীয় পীর। তারপর সেই স্কুল উদ্ধার করতে গিয়ে তাকে মুখোমুখি হতে নানা সমস্যার। কারন সেই পীরের ক্ষমতার জালও অনেক বিস্তৃত।
পাশাপাশি আমরা দেখি কয়েক গ্রাম পরেই কী করে উদ্ভব হচ্ছে আরেকজন মহিলা পীর। সেখানে তিনি নিজের ইচ্ছাতে নন, কিছু অভাবী মানুষ নিজের প্রয়োজনেই বানিয়ে তুলছে পানি পড়া নির্ভর পীর নামের অতিলৌকিক সব চরিত্র। এইসকল মানুষকে ঘিরে আমরা দেখতে পাই ভালো-মন্দে মেশানো গ্রামীণ জীবনের আরো শাশ্বত কিছু চরিত্র। পীরের স্ত্রী, মাজারের খাদেম, মাজারকে ঘিরে থাকা পাগলী, আজীবন শিক্ষাদানের ব্রত নিয়ে সংগ্রাম করে যাওয়া স্কুল শিক্ষক, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ডাক্তার-পুলিশসহ নানারকমের কিছু চরিত্র।
উল্লেখ্য, ‘ভালো থেকো সবুজ পাতা’ গত ঈদ-উল আযহায় এটিএন বাংলায় প্রচারিত ‘বুনো চালতার গাঁয়’ নামের ৫ পর্বের বিশেষ ধারাবাহিকটির সিক্যূয়াল।

ঈদ উল আযহার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ফোক রক উইথ ব্যান্ড লালন’

এবারের ঈদে এটিএন বাংলায় হাজির হচ্ছে ব্যান্ড দল লালন। ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে লালনের পরিবেশনা ‘ফোক রক উইথ ব্যান্ড লালন’। অনুষ্ঠানে মোট ৮টি জনপ্রিয় গান পরিবেশন করবে লালন ব্যান্ড। গানগুলো হলোঃ সময় গেলে, বসন্ত বাতাসে, ক্ষ্যাপা, চাঁদের বাড়ি, গুরুর চরণ, অপার, আল্লাহ্ বল এবং পাগল। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রতিবছরই ব্যান্ড সঙ্গীতের আয়োজন থাকে। নুসরাত ফারিয়ার প্রানবন্ত উপস্থাপনার
Folk Rock With Band LALON_04
সঙ্গে গান এবং গানের মাঝে কথপকথন দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ফকির লালন সাইয়ের জনপ্রিয় এসব গানগুলো ঈদ আনন্দে দর্শকদের মাঝে নতুন মাত্রা যুক্ত করবে, মুগ্ধ করবে দর্শকদের এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানের প্রযোজক কুইন রহমান। লালন ব্যান্ডে পারফর্ম করেছেন ভোকাল- সুমি, ড্রামস-তিথি, লিড গীটার-১- বাপ্পি, লিড গীটার-২- ইমরান, বেজ গীটার- তুর্য।

ঈদের বিশেষ নাটক ‘এ এক অন্য ভালবাসা’

এটিএন বাংলায় ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘এ এক অন্য ভালবাসা’। নাটকটি রচনা করেছেন সাগর জাহান। পরিচালনায় ইমরান হোসেন ইমু। নাটকের গল্পে দেখা যাবে-রফিক খুবই মেধাবী ছাত্র, এমএ পাশ করে ঢাকাতে এসে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সে বাংলা চলচিত্রের সুপারস্টার সাগরিকার অন্ধ ভক্ত। সাগরিকাকে এক নজর দেখার জন্য নিয়মিত এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। অনেক কষ্ট করে সাগরিকার বাসার
A Ek Onno Rokam Valobasa (2)
ঠিকানা ম্যানেজ করে এবং নিয়মিত সাগরিকার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সে সাগরিকার নজরে পড়ে এবং সাগরিকা রফিককে ডেকে কথা বলে তারই প্রিয় নায়িকা সাগরিকা। সেই থেকে রফিক সাগরিকার চারপাশে ছায়ার মত লেগে থাকে। এ বিষয়টা নিয়ে পত্রিকার নিউজ হয়। সুপারস্টার সাগরিকা তার ভক্ত রফিকের প্রেমে পড়ছে। সাগরিকার বয় ফ্রেন্ডের সাথে দ্বন্ধ বাধে। বয়ফ্রেন্ডেকে ভুলে যেতে বলে। সাগরিকা রফিকের সরলতা, উদারতা সব কিছু চিন্তা ভাবনা করতে থাকতে এবং সিদ্ধান্ত নেয় সে রফিককে বিয়ে করবে। একদিন রফিককে বাসায় ডেকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রফিক খুব স্বাভাবিক ভাবে সাগরিকার প্রস্তাব নাকচ করে দেয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে চলছে। নাটকে রফিকের চরিত্রে অভিনয় করছে চঞ্চল চৌধুরী। সাগরিকার চরিত্রে অভিনয় করছে বিন্দু।

ঈদের বিশেষ নাটক “নীড়ে পাখি”

এটিএন বাংলায় ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন রাত ৭টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘নীড়ে পাখি’। ফেরদৌস হাসানের রচনা এবং মোস্তফা ওয়াহিদ রেজার পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, হাসিন রওশন প্রমুখ।
Nire pakhi_2
তিন বন্ধু। হাসান, মাসুদ, এবং নাসির সাহেব। এরা ছোটবেলা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এক সঙ্গে পড়াশুনা করেছেন। এখন তাদের বয়স ষাট। এদের মধ্যে নাসির সাহেব বিত্তবান। তিনি এক সন্তানসহ থাকেন আমেরিকাতে। তার ছেলে স্বজল এম.বি.এ. শেষ করেছে। তার সহায়তায় মাসুদ সাহেব এখন শিল্পপতি। মাসুদ সাহেব থাকেন ঢাকাতে। স্ত্রী এবং এক মেয়ে নিয়ে তাদের সংসার। মেয়ে বিথী ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনা করে। আর নাসির সাহেব ইন্তেকাল করেছেন। তার এক মেয়ে নাম অহনা। এই বন্ধুদের মধ্যে কারোর সাথে কারোর কোন যোগাযোগ নেই। এই ষাট বৎসর বয়সে এসে মাসুস সাহেবের মনে একটি বোধ উদয় হয়। তাদের আর বন্ধুরা কে কোথায় কি করছে সে জানেনা? তাই সে সিদ্ধান্ত নেয় ঢাকায় গিয়ে তাদের খোজ করবে। ছেলে স্বজলকে নিয়ে দেশে আসার সময় হঠাৎ হাসান সাহেব অসুস্থ হয়ে পড়েন। ছেলেকে পাঠায় বন্ধুদের খোজ নেওয়ার জন্য। ছেলে দেশে এসে মাসুদ সাহেবের বাসায় উঠে। মাসুদ সাহেবের বউ স্বজলকে দেখে খুব পছন্দ করে। সে চাই তার মেয়ের সাথে স্বজলের বিয়ে হোক। স্বজল মাসুদ সাহেবের কাছে জানতে চায় হাসান সাহেব কোথায়? এবং তার ঢাকাতে আসার সব উদ্দেশ্য খুলে বলে। কিন্তু নাসির সাহেব জানেন না হাসান সাহেব কোথায়? তার মনেও একটা পাপবোধ জন্ম নেয়। এতোদিনের বন্ধুত্ব কিন্তু কেউ কারও কোন খোজ জানেনা। এই অপরাধবোধ তাকে তারা করে। সে স্বজলকে বলে তার এক মেয়ে চাকুরীর জন্য তার কাছে বায়ো-ডাটা দেয় কিন্তু চাকুরী পরে হয় নাই। বিথী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে স্বজলকে বলে তাদেরকে খুজে বের করবে। তার বাবার অফিসে গিয়ে অহনার বায়ো-ডাটা নিয়ে তার বাসায় যায়। ওখানে গিয়ে জানতে পারে অহনা দেহ ব্যবসা করে এবং তার বাবা ইন্তেকাল করেছেন। স্বজল অহনাকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুতের সম্পর্ক সৃষ্টি হয়। অহনা দেহ ব্যবসা থেকে ফিরে আসে। স্বজলকে নিয়ে জীবন সংসার করার স্বপ্ন দেখে। স্বজলের মধ্যেও একটা বোধ জন্ম নেয়। তাদের বাবারা যদি সঠীক সময়ে বন্ধুদের সাথে যোগাযোগ রাখতো বা একে অপরের পাশে গিয়ে দাড়াতো তাহলে অহনার আজ এই পরিস্থিতি হতো না। শুরু হয় আরেকটা নতুন অধ্যায়।

sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali