দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশ পেয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়্যা’র টাইটেল গান। ইতিমধ্যেই গানটি দর্শকদের মন জয় করেছে। এই গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের কিংস্টার শাকিব খান ও শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়্যা’র টাইটেল সংগীত ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গানটি দর্শকদের মন জয় করেছে।
গত সপ্তাহে এই গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে এখন পর্যন্ত সাড়ে তিন লাখ বার গানটি দেখা হয়ে গেছে।
উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবিটি প্রযোজনা করেছে খান প্রডাকশন। শাকিব খান-বুবলী ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ প্রমুখ।
দেখুন ভিডিও গানটি
https://www.youtube.com/watch?time_continue=1&v=vzSJuQJvV70