দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খ্রিস্টান হয়েও মসজিদ নির্মাণ করে দিচ্ছেন এক ব্যক্তি! এবারের রোযার প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরাতের মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন একজন খ্রিস্টান ব্যক্তি।
মধ্যপ্রাচ্যসহ, অ্যামেরিকা এবং ইরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পবিত্র রমযানের রোযা। রোযার প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরাতের মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন একজন খ্রিস্টান ব্যক্তি!
জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় একজন খ্রিস্টান ব্যবসায়ী সাজি চেরিয়ান ৩ লাখ মার্কিন ডলার ব্যয় করে মসজিদ নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ান ঠিক করেছেন যে, ওই মসজিদের নাম দেবেন ‘মরিয়ম, উম্মে ঈসা’, যার অর্থ ঈসার মা মরিয়ম।
ওই মসজিদে একসঙ্গে ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের বাইরের প্রাঙ্গণে আরও ৭০০ জন মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।
সাজি চেরিয়ান নামে ওই ব্যক্তি জানান, প্রার্থনার জন্য মুসলমান শ্রমিকদের ইস্ট ভিল হতে ট্যাক্সি ধরে ফুজাইরাহ বা অন্য কোনো কমপ্লেক্সে নামাজ পড়তে জেতে হয়। গরিব শ্রমিকদের কাছে ২০ দিরহামের সেই গাড়িভাড়া যথেষ্টই বেশি হয়ে থাকে। তাদের কথা ভেবেই তিনি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
সাজি চেরিয়ান আরও জানান, তার এই মহৎ উদ্দেশ্য অনেককেই অভিভূতও করেছে। অনেকেই তাকে অর্থ সাহায্য করার জন্যও এগিয়ে এসেছেন। যা তিনি প্রত্যাখ্যান করেছেন। তবে মসজিদের জন্য কার্পেট ও সাউন্ড সিস্টেম নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইতিপূর্বে আমিরশাহির ডিব্বায় একটি চার্চ তৈরি করেছিলেন এই সাজি চেরিয়ান। জাতি-ধর্ম-বর্ণ দিয়ে তিনি মানুষ বিচার করেন না বলেই মনে করেন সাজি চেরিয়ান।