দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশ ভ্রমণের একটু ব্যতিক্রমি কাহিনী বটে। এবার কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। মহাশূন্যের অভিজ্ঞতা নিতে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানে চেপেই এ মহাকাশ ভ্রমণে যাবেন তিনি।
এই ভ্রমণে মহাকাশে একটি মিউজিক ভিডিও করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে পিসি ম্যাগাজিন। বিবার ছাড়াও মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পেতে চান ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাস্টন কুচারের মতো তারকারা। এরমধ্যে তাঁরাও নাম লিখিয়েছেন বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের ব্যবসা পরিচালনাকারী ভার্জিন গ্যালাক্টিকের সঙ্গে। এবার এ তালিকায় যুক্ত হলেন জাস্টিন বিবারও। রিচার্ড ব্র্যানসন ও জাস্টিন বিবারের ম্যানেজার স্কুটার ব্রাউন টুইটারে এ তথ্য প্রকাশ করেছেন।
মাহাকাশের অভিজ্ঞতা নিতে জাস্টিন বিবারের খরচ পড়ছে আড়াই লাখ মার্কিন ডলার। ভার্জিন গ্যালাক্টিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৮০ জনেরও বেশি মহাকাশ ভ্রমণে আগ্রহ দেখিয়েছেন যাদের মধ্যে অনেক খ্যাতিমান তারকা শিল্পীরাও রয়েছেন। অবশ্য বাণিজ্যিকভাবে প্রথম সপরিবারে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ভার্জিন গ্যালাক্টিকের প্রধান স্যার রিচার্ড ব্র্যানসন । ছেলে স্যাম ও মেয়ে হোলিকে নিয়ে ব্র্যানসন গ্যালাক্টিকের প্রথম মহাকাশ যাত্রায় যাবেন।
স্পেসশিপ ২ (এসএস২) নামের একটি নভোযানে আগামী বছরের শেষ দিকে মহাকাশ ভ্রমণের এ বাণিজ্যিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রথম ভ্রমণে ভার্জিন গ্যালাক্টিকের প্রধান হিসেবে ব্র্যানসন ও তাঁর পরিবার, হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, তারকা অ্যাস্টন কুচারসহ বেশ কিছু বিত্তশালী তারকাও মহাকাশ ভ্রমণে যাচ্ছেন।
জানা গেছে, ভার্জিন গ্যালাকটিকের প্রথম যাত্রায় মহাকাশে দুই ঘণ্টায় ৬০ মাইল ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণকারীরা। ২ জন চালক ও ৬ জন যাত্রীসহ মহাকাশে উড়বে এসএস২। যাত্রীদের মহাশূন্যের ওজনহীনতার অভিজ্ঞতা দিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসবে এসএস২। -অনলাইন সংবাদ সংস্থা ও অনলাইন পত্রিকা মাধ্যম এ খবর দিয়েছে।
This post was last modified on জুন ১৬, ২০১৩ 9:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…