দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোনো কিছু প্রিন্ট করা নিয়ে এখন থেকে আর আপনাকে চিন্তা করতে হবে না। কারণ খুব সহজে বহনযোগ্য বেশ কয়েকটি প্রিন্টার এখন বাজারে এসেছে।
আমরা সবাই জানি প্রিন্টার বহন করা বেশ কঠিন একটি কাজ। কারণ এতো বড় একটি জিনিস নিত্য যাতায়াতে বহন করা কষ্টসাধ্য ব্যাপার। এই ভারি যন্ত্রটি যদি মোবাইল বা অন্যান্য ডিভাইসের মতো হতো তাহলে কেমন হতো? একবার ভাবুন! তবে এখন থেকে এই কাজটি সত্যিই আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। সহজে বহনযোগ্য প্রিন্টার এখন হাতের নাগালেই পাবেন। এটি বাজারে এনেছে বিশ্বখ্যাত জাপানি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। মানুষের ব্যবহারের কথা চিন্তা করেই বাজারে এনেছে সহজে বহনযোগ্য প্রিন্টার। ক্যানন ১১০ মডেলের এই প্রিন্টারটির দাম ২৪ হাজার টাকা।
বহনযোগ্য এই নতুন প্রিন্টারে রয়েছে রিচার্জেবল ব্যাটারি। ডিভাইসটি হাতের মুঠোয় নিয়ে স্মার্টফোন হতে সরাসরি ছবি প্রিন্ট করা যাবে। এইচরি স্পোরকেট নামে বহনযোগ্য প্রিন্টার রয়েছে। ফোনের সাহায্যে এই প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করার জন্য স্পোরকেট নামে একটি অ্যাপ রয়েছে । এই অ্যাপটির মাধ্যমে প্রিন্টারটি হতে ব্লুটুথের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডিভাইসটি হতে ছবি প্রিন্টিংয়ে এইচপির নিজস্ব জিঙ্ক পেপার ব্যবহার করা হয়েছে। প্রিন্টের জন্য একসঙ্গে ২০টি বা ৫০টি জিঙ্ক পেপার ব্যবহার করা যায়। রয়েছে নিজস্ব ফটো পেপারও। ১৮, ৩৬ ও ৫৪টি পেপার বক্স পাওয়া যাবে বাজারে।
আরও রয়েছে ফুজি ফিল্মের ইনেস্ট্রক্স শেয়ার এসপি-২। এতে ব্যবহার করা হয়েছে লেজার প্রিন্টিং প্রযুক্তিও। এখানে আরও রয়েছে বিল্টন চার্জেবল ব্যাটারি। তবে তারজন্যও রয়েছে নিজস্ব পেপার। অনেক সময় ভ্রমণে গুরুত্বপূর্ণ পেপার দরকার হয়ে পড়তে পারে। তেমনই একটি প্রিন্টার হলো এইচপি অফিসজেট ২০০। ছোট আকৃতির নতুন এই প্রিন্টারের সাহায্যে খুব সহজেই ওয়্যারলেস সংযোগের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ হতে প্রিন্ট দেওয়া যাবে। এটিতে এইচপি অটো ওয়্যারলেস কানেক্ট প্রযুক্তি ব্যবহার হয়েছে, যার সাহায্যে সহজেই সেটআপ দেওয়া যায়। এটি হালকা এবং বেশ ছোট আকৃতির হওয়ার কারণে ব্যাগে করেই যে কোনো স্থানে নিয়ে যাওয়া সম্ভব।
এই প্রিন্টারে রয়েছে বিল্ট-ইন রিচার্জেবল ব্যাটারি। যে কারণে প্রিন্টারটি ঘরে, অফিসে বা গাড়িতেও চার্জ দিয়ে নেওয়া যায়। ঠিক এমনই আরেকটি প্রিন্টার হলো ইপসন ওয়ার্ক ফোর্স ডব্লিউ-১০০। এই প্রিন্টারটিও ওয়্যালেসের মাধ্যমে ফোন কিংবা ল্যাপটপের সঙ্গে যুক্ত হওয়া যায়। আকারে ছোট হওয়ায় এটিও ব্যাগে বহনযোগ্য। এই প্রিন্টারটির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ করে নিতে পারবেন। এই প্রিন্টারে রয়েছে ১.৪ ইঞ্চি এলসিডি মনিটর।