দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশের পর এবার ডেনমার্ক জনসম্মুখে নারীদের নেকাব নিষিদ্ধ করেছে! দেশটির পার্লামেন্টের ভোটে এই সংক্রান্ত একটি বিলও পাস হয়েছে।
সাম্প্রতিক সময় বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীদের আব্রু যাকে বলা হয় নেকাব, সেই নেকাব নিষিদ্ধ করা হচ্ছে। এবার জনসম্মুখে মুসলিম নারীদের নেকাব পরা নিষিদ্ধ করলো ডেনমার্ক। দেশটির পার্লামেন্টের ভোটে এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এই বিলটি পাস করা হয়েছে। এই বিলে বলা হয়েছে, জনসম্মুখে নারীদের মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজের প্রচলিত মূল্যবোধের পুরোপুরিভাবে পরিপন্থি।
এতে বলা হয়েছে, আগামী ১ অগাস্ট হতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অপরদিকে বিরোধীরা বলছে, এতে করে নারীদের নিজেদের পছন্দমতো পোশাক পরার অধিকাওর ক্ষুন্ন করা হচ্ছে।
এই বিষয়ে ডেনমার্কের বিচারমন্ত্রী বলেছেন, যেসব নারী এই আইন ভঙ্গ করবেন তাদেরকে নেকাব সরাতে বলা হবে না। তবে তাদের জরিমানা করা হবে ও বাড়ি ফিরে যেতে বলা হবে। জরিমানা হতে পারে ১ হাজার ড্যানিশ ক্রোন হতে ১০ হাজার ক্রোন পর্যন্ত।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ডেনমার্কে নেকাব নিষিদ্ধের বিলটি আনার প্রস্তাব দেওয়ার পর এটি পার্লামেন্টে উত্থাপন করে সরকার।
উল্লেখ্য, ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও জার্মানিও জনসমক্ষে নারীদের মুখঢাকা পর্দাপ্রথা (নেকাব) নিষিদ্ধ করেছে। এবার ডেনমার্কও সেই একই কাতারে নাম লেখালো।