দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১১ জুন থেকে যশোর ও খুলনা আইভিএসি-তে টুরিষ্ট ভিসার আবেদনকারীদের জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না, তারা সরাসরি আবেদন জমা দিতে পারবেন। দুই আইভিএসিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বাংলাদেশী নাগরিকদের জন্য এইবার ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠ ও সহজ করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে- ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, টুরিষ্ট ভিসা ছাড়া মেডিকেল, বিজনেস এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে।
এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমা জমাদান অব্যাহত থাকবে। নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর ২০১৭, মিরপুর রোড ঢাকায় ১০ অক্টোবর ২০১৭ এবং ২০ মে ২০১৮ সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। যা একইভাবে খুলনা ও যশোর আইভিএসি-তে চালু করা হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।
This post was last modified on জুন ৪, ২০১৮ 9:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…