দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রযুক্তির ব্যবহার এতোই বাড়ছে যে শেষ পর্যন্ত পারমাণবিক ব্যাটারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে! খবরে বলা হয়েছে ওই পারমাণবিক ব্যাটারি নাকি টিকবে ১০০ বছর!
যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রযুক্তির ব্যবহার এতোই বাড়ছে যে শেষ পর্যন্ত পারমাণবিক ব্যাটারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে! খবরে বলা হয়েছে ওই পারমাণবিক ব্যাটারি নাকি টিকবে ১০০ বছর!
ডেইলি মেইলর এক খবরে বলা হয়, বিশ্বের পারমাণবিক খ্যাতিমান দেশ রাশিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি এমন পারমাণবিক ব্যাটারি তৈরি করেছেন। এই ব্যাটারি একদিন দুদিন নয়, ১০০ বছর পর্যন্ত টিকে থাকবে! আবার বর্তমান প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে ১০ গুণ শক্তিশালীও হবে। আবার এই ব্যাটারি দিয়ে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার হতে শুরু করে মঙ্গলগ্রহের মিশনে মহাকাশযান পর্যন্তও ব্যবহার করা যাবে।
পারমাণবিক ব্যাটারি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দাবি করেছেন, পারমাণবিক শক্তি দ্বারা নির্মিত ব্যাটারিটি স্থায়ী পেসমেকার হতে শুরু করে মহাকাশ অভিযানেও ব্যবহার করা যাবে। এই ব্যাটারি দৈনন্দিন বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে। এই ব্যাটারিটিতে ইলেক্ট্রন ও পজিট্রনের রেডিয়েশন ব্যবহার করা হয়েছে। তাই কোনো রকম ক্ষতি ছাড়াই মানব শরীরের ভেতরেও রাখা যাবে এই নতুন পারমাণবিক ব্যাটারিটি! সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এমন দাবি করেছেন।