The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আপনার ধারণাকে পাল্টে দেবে যে মূল্যবান কথাগুলো

মানুষ তার মনের কথাগুলো রাগ এবং হাসি-ঠাট্টার মাধ্যমে প্রকাশ করে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন বিষয় এবং পরিস্থিতি বিবেচনা করে কিছু কথা বলে থাকেন। অনেকেই তাদের এই কথার মর্ম বুঝিনা। যারা তাদের কথাগুলোর প্রকৃত মর্ম বুঝেছেন তারায় জীবনে উন্নতি করতে পেরেছেন। তাহলে চলুন আজ আমরা এমন কিছু কথা বুঝার চেষ্টা করি

আপনার ধারণাকে পাল্টে দেবে যে মূল্যবান কথাগুলো 1

১। “মানুষ তার মনের কথাগুলো রাগ এবং হাসি-ঠাট্টার মাধ্যমে প্রকাশ করে। কারণ কেউ নেগেটিভ ভাবলে সেই কথাটা যেন ঘুরিয়ে বলা
যায়।” —রায়হান

২। “সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে
হয়॥”—হুমায়ূন আজাদ।

৩। “বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥”— জন মিল্টন।

৪। “একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥”—জর্জ লিললো।

৫। “হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥”—পীথাগোরাস।

৬। “তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥” —লেলিন।

৭। “আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়॥”—ইবনে সিনা।

৮। “যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥”—উইলিয়াম ল্যাংলয়েড।

৯। “এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের
জন্যই পৃথিবী ধ্বংস হবে॥”—আইনস্টাইন।

১০। “সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া॥” —থেলিস।

১১। “সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ
যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥”—Albert Schweitzer.

১২। “যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥”—ফ্রান্সিস
বেকন।

১৩। “আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥”—টমাস আলভা এডিসন।

১৪। “তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে॥” —অ্যালবার্ট হুবার্ড।

১৫। “যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চেয়ে থাকে নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে
তুলবে, তোমার কপাল নয়॥” —ডঃ লুৎফর রহমান।

১৬। “আমি আপনাকে কখনও ভালবাসতে না বলে যুদ্ধ করতে বলি। কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন। কিন্তু ভালবাসাতে না
পারবেন বাঁচতে; না মরতে॥” —এডলফ হিটলার।

১৭। “স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা॥”
—অ্যালবার্ট আইনস্টাইন।

১৮। “আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার
করতে আমরা কুন্ঠিত হই॥” —প্রমথ চৌধুরী।

১৯। “প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥”
—আব্রাহাম লিংকন।

২০। “আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥” —মাইকেল জর্ডান।

২১। “ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥”—হযরত সোলায়মান (আঃ)।

২২। “অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥” —ডেল কার্নেগি।

২৩। “যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥” —জন এন্ডারসন।

২৪। “যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥” —থেলিস।

২৫। “সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা কর॥” —ভলতেয়ার।

২৬। “যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়॥” —এডমণ্ড বার্ক।

২৭ “পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন
নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে॥” —আইনস্টাইন।

২৮। ‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের
কাজ নিজে করতে শিখেছি॥” —আইনস্টাইন।

২৯। “ কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার
ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ” —টমাস আলভা এডিসন।

৩০। “ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই
লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ” —মারিও কুওমো।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali