দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুমায়ূন আহমদের গল্পে শাওনের পাঁচ পর্বের ধারাবাহিক আসছে এবারের ঈদে। ‘বোতল ভূত’ নামের নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।
পরিচালনায় ফিরলেন মেহের আফরোজ শাওন। এবারের রোজার ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ‘বোতল ভূত’ নামে নতুন একটি পাঁচ পর্বের নাটক। এই নাটকটি প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি গল্প।
জানা গেছে, শিশুতোষ এই নাটকটি নির্মাণ করা হয়েছে পাঁচ পর্বের ধারাবাহিক হিসেবে। ছোটদের এই গল্প হতে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন লুৎফর রহমান নির্ঝর। এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আবদুল্লাহ রানা, শাহনাজ সুমি, ওয়াসেক, প্রীনন, জয়াতসহ আরও অনেকেই।
নাটকটি প্রসঙ্গে মেহের আফরোজ শাওন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকেই জানতে চাইতেন আমি পরিচালনায় কবে ফিরবো। সেই জবাব নিশ্চয়ই তারা পেয়ে গেলেন। হুমায়ূন আহমেদের নাটকে বাচ্চাদের চরিত্রগুলোর বিশেষ ভূমিকা থাকলেও শুধু বাচ্চাদের নিয়ে কখনোও কাজ করেননি তিনি। সেই ভাবনা হতে তার গল্পে এই নাটকটি নির্মাণ করেছি।’
‘বোতল ভূত’ ধারাবাহিকটি দেখা যাবে দুরন্ত টিভিতে। ঈদের দিন হতে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন বেলা দেড়টায় ও রাত ৮টায় দেখানো হবে এই নাটকটি।
This post was last modified on জুন ১৪, ২০১৮ 9:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…