দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ আমাদের কিছু কাজের প্রতি আদেশ দিয়েছেন ঠিক তেমনি আবার কিছু কাজ করতে নিষেধ করেছেন। তবে আমাদের না জানা থাকায় এমন অনেক নিষিদ্ধ কাজ আমরা সচরাচর করে থাকি যা প্রকৃতই কোরআন এবং হাদিস দ্বারা নিসিদ্ধ।
১। আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।। ___ আবু দাউদ ৩২৫০ নাসায়ীঃ ৩৭৭৮
২। পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয়, তা মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।
৩। গোসলখানায় প্রসাব করা যাবে না। আল হাদিস (ইবনে মাজাহঃ ৩০৪)
৪। ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। (আল কোরআন।)
৫। বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ, কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহীন।
৬। কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না। __ সহিহ বুখারিঃ ৩৯৫
৭। সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।
৮। গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না। ___ মুসলিমঃ ৫১৬৭
৯। স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা হারাম।___ আল কোরআন, (আহজাবঃ ৩৩)
১০। উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ বুখারী।
১১। মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম।। __ আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)
১২। কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না।। ___ আবু দাউদ ২৬৭৭
১৩। কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। __মুসলিম (৭৯৪)
১৪। কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। ____ মুসলিমঃ (৬৮২১)
১৫। সিল্ক কাপড় এবং সর্ণের জিনিস পরা পুরুষদের জন্য হারাম।
১৬। আল্লাহর নামে কোন পশুকে জবাহ না করলে বা অন্য কোন নামে জবাহ করলে সেই পশুর মাংস খাওয়া হারাম।
This post was last modified on জুলাই ৯, ২০১৮ 3:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…