দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখনও যদি আপনি শোনেন এক কাপ কফির দাম ১০ লাখ টাকা! তাহলে আশ্চর্য না হয়ে পারবেন না। তবে ঘটনাটি সত্যি। এমন ঘটনাই ঘটে চলেছে ভেনিজুয়েলায়।
এমন কথা ভাবতে গেলে সত্যিই আশ্চর্য হতে হয়। যখন শোনা যায় এক কাপ কফির দাম ১০ লাখ টাকা! এমন কথা কারও বিশ্বাস হওয়ার কথা নয়। সত্যিই এক অবিশ্বাস্য কথা। তবে ভেনিজুয়েলাতে ঘটেছে এমন ঘটনা। দেশটিতে এক কাপ কফি নাকি বিক্রি হচ্ছে ১০ লাখ টাকায়। শুধু কফি নয়, সেখানে অন্যান্য জিনিসপত্রের দামও একইভাবে বেড়েছে।
বিষয়টি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ভেনিজুয়েলায় কম বেতন পাওয়া একজন শ্রমিক বর্তমানে যা আয় করেন তা দিয়ে তিনি মাত্র ৫ কাপ কফি খেতে পারেন!
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে বর্তমানে চরম আকারে মুদ্রাস্ফীতি বিরাজ করছে। গত বছর অর্থাৎ ২০১৭ সাল হতেই মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৪৩ হাজার ৩৭৮ শতাংশ। সে কারণে সেখানে দ্রব্যমূল্য বাড়ছে খুব দ্রুততার সঙ্গে। আর তাই এরসঙ্গে তাল মিলিয়ে ছাপানো হচ্ছে নতুন টাকা। যে কারণে মহাসংকটে পড়েছে দেশটির সাধারণ মানুষ।
উল্লেখ্য, ভেনিজুয়েলার মুদ্রার নাম বলিভার। ১০ লাখ বলিভারের মূল্য বাংলাদেশী টাকায় মাত্র ৭৩৪ টাকা!