দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টকশোতে মাঝে মধ্যেই বাদানুবাদের ঘটনা ঘটে। তবে এবার একজন মাওলানা ও নারীর মধ্যে সরাসরি টক শোতে এমন হাতাহাতির ঘটনা সকলকেই বিস্মিত করেছে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
হাতাহাতির ঘটনাটি ঘটেছে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি হিন্দুস্তানের একটি লাইভ টকশোতে। ওই টকশোতে একজন মাওলানার সঙ্গে নারী আইনজীবীর হাতাহাতির ঘটনা ঘটে। তিন তালাকের বিরুদ্ধে সোচ্চার দেশটির নারী আইনজীবী ফারাহ ফায়াজের সঙ্গে এজাজ আরশাদ কাজমি নামে এক মাওলানার এই হাতাহাতির ঘটনাটি ঘটে।
টকশোতে তিন তালাকের বিরোধিতা করে ওই নারী ও মাওলানার মধ্যে বেশ উচ্চ বাক্য বিনিময় হয়। ওই বিতর্কের সময় আইনজীবী ফায়াজ বলেন, এখন যেভাবে মুসলিমরা তিন তালাকের চর্চা করছেন; তা কোরআন স্বীকৃত কোনো পদ্ধতি নয়। যথোপযুক্ত সম্মতি ছাড়া তিন তালাকের এই প্রক্রিয়ায় প্রত্যেক মুসলিম নারীর মৌলিক মানবাধিকারও লঙ্ঘিত হয়। বিয়ে ও তালাকের ব্যাপারে যথাযথ আইন না থাকার কারণে মুসলিম নারীরা বার বার বৈষম্যের স্বীকার হচ্ছেন।
এই সময় মাওলানা এজাজ আরশাদ কাজমি ওই নারী আইনজীবীর মন্তব্যকে ইসলামবিরোধী বলে দাবি করেন। তারপরই দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে ওই নারী আইনজীবী মাওলানার গালে চড়ও বসিয়ে দেন। এই সময় মাওয়ানাও ওই নারীকে পাল্টা চড় মারতে থাকেন। পরে দুই নারী উপস্থাপকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। এই সময় অন্য একজন মাওলানা এজাজকে সরিয়ে নিয়ে যান।
This post was last modified on জুলাই ১৯, ২০১৮ 11:18 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…