দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে দেশীয় চলচ্চিত্র ‘হালদা’। ৩০ আগস্ট হতে ৪ সেপ্টেম্বর কসোভোতে অনুষ্ঠিত ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন-এর প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে ‘হালদা’।
নির্মাতা তৌকীর আহমেদের ‘হালদা’ তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছে। আগামী ৩০ আগস্ট হতে ৪ সেপ্টেম্বর কসোভোতে অনুষ্ঠিত ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন-এর প্রতিযোগিতায় অংশ নিবে হালদা। এছাড়াও রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসলিম সিনেমা এবং ইতালিতে আয়োজিত ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে দেশীয় চলচ্চিত্র ‘হালদা’।
কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসলিম সিনেমা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। অপরদিকে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৪ অক্টোবর হতে ১১ অক্টোবর ২০১৮ পর্যন্ত।
নির্মাতা তৌকীর আহমেদ এই বিষয়ে বলেছেন, ‘তিন দেশের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়বে ‘হালদা’। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়।’
এ বছর তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। এটি ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের লগান খ্যাত অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশ হতে সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, আফরোজা বানু প্রমুখ।
‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। যে কোনোদিন মুক্তির তারিখ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা তৌকীর আহমেদ।