দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের দুই মন্ত্রীর ওপর অবরোধ আরোপের প্রতিবাদে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবরোধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। অবশ্য ওই দুই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
অবরোধ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওই দুই কর্মকর্তার সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক অনুষ্ঠানে এরদোগান এই ঘোষণা দেন। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের বিচার এবং স্বরাষ্ট্র বিভাগের সম্পদ জব্দ করা হবে।
এরদোগান আরও বলেন, আমি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আজ নির্দেশ দিয়েছি। যদি তুরস্কে তাদের কোনো সম্পদ থাকে তাহলে জব্দ করা হবে।
এরদোগান বলেন, তুরস্কের জনগণ পিছু হটবে না। কারণ যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে তা অযৌক্তিক ও খুবই উদ্ধত্যপূর্ণ।
উল্লেখ্য, তুরস্কের গোয়েন্দাবৃত্তি এবং সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ধর্মযাজক ব্রান্সন প্রায় ২০ মাস ধরে আটক রয়েছেন।