দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যামাজন এবং মাইক্রসফট কোম্পানিকে পেছনে ফেলে বিলিয়ন ডলারের গন্ডি পেরিয়ে সবার আগে ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে অ্যাপল। গত ২ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০৭ ডলার বেড়ে যাওয়ার পর অ্যাপল পৌছে যায় ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে।
১৯৭৬ সালের ১ এপ্রিল জন্ম নেয়া অ্যাপল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির নাম। নানা নতুন পণ্যের জন্ম দিয়ে সবসময়ই অ্যাপল রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালের ৭ জানুয়ারি সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের ঘোষণা দেওয়ার ছয় মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন।
২০০৭ সালে আইফোন অবমুক্ত করার পর থেকে অ্যাপলের শেয়ার এ পর্যন্ত ১১শ’ শতাংশ বেড়েছে। যার ফলশ্রুতিতেই অ্যাপল বর্তমানে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। অ্যাপলের মোট আয়ের ৬০ শতাংশ আসে আইফোন বিক্রি থেকে।
অ্যাপলের স্মার্টফোন সহ নানা পন্য এবং সেবা সারা বিশ্বে অধিক জনপ্রিয়তা অর্জন করায় অন্যান্য কোম্পানির তুলনাই গত জুন মাস থেকেই তাদের শেয়ার দর পূর্বের তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণাও দেয় অ্যাপল। তার পর মাত্র দুই দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আরো ৯ শতাংশ বেড়ে যায়।