দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের দুটি ইন্টারনেট পেকেজের দাম কমিয়েছে। পরবর্তীতে অন্য প্যাকেজ গুলোর দামও কমানো হবে বলে শোনা যাচ্ছে।
গ্রামীণফোন তাদের ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে। আর এই দাম কমানোর মূল কারন হল, বাংলাদেশে ইন্টারনেট সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে করা। এই মুহুর্তে দুটি প্যাকেজের দাম কমানো হয়েছে। পরবর্তীতে অন্য প্যাকেজের দাম ধারাবাহিক ভাবে পরিবর্তন করা হবে।
প্যাকেজের সম্পর্কে বিস্তারিত নিচে দেয়া হলঃ
প্যাকেজ ১ঃ
২ জিবি ইন্টারনেট ৩৮ টাকায়
মেয়াদ ২ দিন (অ্যাক্টিভেশনের ১ দিন সহ)
অ্যাক্টিভেশন কোড: *১২১*৩২৪২#
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (৩৮ টাকায় ২ জিবি) ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*৪#
ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল *১২১*৩০৪১#
অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
প্যাকেজ ২ঃ
১ জিবি ইন্টারনেট ৮৬ টাকায়
মেয়াদ ৭ দিন (অ্যাক্টিভেশনের ৬ দিন সহ)
অ্যাক্টিভেশন কোড: *১২১*৩০৫৬#
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (৮৬ টাকায় ১ জিবি) ক্রয় করলে
অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*৪#
ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল *১২১*৩০৪১#
অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়