দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ততম ঢাকার শহরে বাসা খুঁজে পাওয়া খুব কষ্টকর। কোথায় কোন বাসা ভাড়া হবে সেটা জানার জন্য শহরবাসীকে প্রতিনিয়ত অনেক ঝামেলা পোহাতে হয়। যদিও বাসার খোজ মেলে তবুও তার সঠিক তথ্য পাওয়া আরো দূরহ ব্যাপার। তার সাথে বাসা পরিবর্তনের আরেক ঝামেলা তো রয়েছেই।
তবে শহর বাসীকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে এবার তৈরি হয়েছে একটি অ্যাপস যা সহজে বাসার খোজ দিতে এবং বাসা পরিবর্তনে সাহায্য করবে। একটা প্রবাদ আছে, ‘প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক’। এমনি ভুক্তভুগী নাজমুল আলম, সায়েম হুসাইন ও ইকবাল নাজির সুমন তাদের সম্মিলিত প্রচেষ্টায় ‘মনের বাড়ি’ নামের এই অ্যাপসটি তৈরি করেছেন। এই অ্যাপসটির বৈশিষ্ট হল-
* এলাকার নাম লিখে সার্চ করলে সেই এলাকা অনুযায়ী যে বাসাগুলো ভাড়া পাওয়া যাবে, তা ম্যাপে পিন করে দেখা যাবে। পিনের
ওপর ক্লিক করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
* ‘মনেরবাড়ি’ অ্যাপে বাসার তথ্যগুলো নিজস্ব কর্মী দ্বারা সংগৃহীত ও ভেরিফাইড। কাজেই প্রতারিত হওয়ার ভয় নেই।
* প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সব কোণ থেকে তোলা ছবি এবং ভিডিও দেয়া আছে। তাই আপনি ঘরে বসেই বাসার বর্তমান অবস্থা
সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
* ব্যবহারকারীদের সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে যত ধরনের তথ্য প্রয়োজন হতে পারে, তার প্রায় সবই দেওয়া আছে। যেমন ভাড়ার
পরিমাণ, আয়তন, রুম সংখ্যা থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যাবেন।
* অসংখ্য ভেরিফাইড বাসা থেকে কোনো একটা পছন্দ হলে অ্যাপের মাধ্যমে পরিদর্শন করার জন্য অনুরোধ পাঠানো যাবে।
‘মনেরবাড়ি’ অ্যাপ কর্মী তার সঙ্গে যোগাযোগ করে বাসা দেখিয়ে আনবে।
* সেই বাসার নিকটে কোথায় পুলিশ স্টেশন, ফায়ারসার্ভিস, ব্যাংক ইত্যাদি সুবিধা রয়েছে সেই তথ্যও জানতে পারবেন।
* বাসা পরিবর্তনের জন্য ট্রাক, পিকআপ কিংবা ভ্যান খুঁজতে গিয়ে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। আপনি এই অ্যাপের মাধ্যমে
সেগুলোও খুব সহজে পেয়ে যাবেন।
* বাসা ভাড়া পাওয়া যেমন ঝামেলা মালিকদের বাসা ভাড়া দেওয়াও তেমনি ঝামেলা। চলতি মাসেই হয়ত আপনার বাসা খালি হয়ে যাবে।
তাই বাসা ভাড়া দেওয়া নিয়ে চিন্তিত? এই অ্যাপসে ইনফর্ম করুন। অ্যাপসের কর্মীরা এসে আপনার বাসার সমস্ত তথ্য তাদের সাইটে
পাবলিশ করে দিবে। ফলে খুব দ্রুত আপনার বাসা ভাড়া হয়ে যাবে।
অ্যাপসটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে ‘মনের বাড়ি’লিখে সার্চ দিন পেয়ে যাবেন এই মজার অ্যাপসটি। আর সেই সাথে উপভোগ করুন অ্যাপসটির যাবতীয় সুবিধা।