Categories: রেসিপি

রেসিপি: মজাদার স্বাদে উপভোগ করুন স্পেশাল সরষে কলিজা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলিজার আসল স্বাদ পেতে হলে আজই বাসায় তৈরি করুন স্পেশাল সরষে কলিজা। সেই সঙ্গে আসল মজা পেতে হলে সরষে কলিজা পরিবেশন করতে হবে খিচড়ির সাথে। যাদের কলিজা খাওয়ার অভ্যাস নেই তারাও একবার এই রেসিপি পরিবেশন করলে আগের অভ্যাস ত্যাগ করে নিয়মিত কলিজা খাওয়া শুরু করে দিবে। খিচড়ি রান্নার উপায় সবাই জানে তবে আজ আমরা স্পেশাল সরষে কলিজা রান্নার উপায় জানবো।

স্পেশাল সরষে কলিজা তৈরির উপকরণঃ

১। গরুর কলিজা ৫০০ গ্রাম
২। সরিষা বাটা ২ টেবিল চামচ
৩। মরিচ গুঁড়ো ২ চা চামচ
৪। কাচা মরিচ বাটা ২টি
৫। কাঁচা মরিচ আস্ত ৪ টি
৬। হলুদ গুঁড়ো ১ চা চামচ
৭। টালা জিরা গুঁড়ো ১ চা চামচ
৮। আস্ত জিরা ১ চা চামচ
৯। ধনে গুঁড়ো ১ চা চামচ
১০। জায়ফল গুঁড়ো ১/৪ চা চামচ
১১। ঘি ২ টেবিল চামচ
১২। সরিষার তেল ১/৪ কাপ
১৩। সয়াবিন তেল ১/৪ কাপ
১৪। পেঁয়াজ কুচি ১ কাপ
১৫। পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ
১৬। রসুন বাটা ১ টেবিল চামচ
১৭। রসুনের কোয়া ৬ টি
১৮। আদা বাটা ১ টেবিল চামচ
১৯। তেজপাতা ২টি, দারুচিনি ৩টি
২০। লবঙ্গ ২টি এবং এলাচ ৪-৫ টুকরো

তৈরি প্রণালিঃ

প্রথমে কলিজা ছোট টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে ৩ কাপ পানি, ১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ সিরকা দিয়ে চুলাতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানি ফুটতে শুরু করলে ফুটন্ত পানিতে কলিজা দিয়ে ২/৩ মিনিট রাখুন।

তারপর চুলা থেকে নামিয়ে কলিজার টুকরোগুলো পাত্র থেকে উঠিয়ে ভাল করে ধুয়ে অন্য পাত্রে রাখুন। এবার কড়াইয়ে সয়াবিন এবং সরিষার সবটুকু তেল ঢেলে দিন। তারমধ্যে পেঁয়াজ ও সব আস্ত মশলা ( মরিচ, রসুনের কোয়া এবং জিরা বাদে) দিন। পেঁয়াজ একটু নরম হলে সমস্ত বাটা মশলা ও ১/২ কাপ পানি দিন। সেই সাথে সব গুঁড়ো মশলা দিন এবং নাড়তে থাকুন। মশলা কষানো হলে কলিজার টুকরোগুলো দিয়ে ভাল করে নেড়ে দিন। তারপর অল্প আঁচে ৫-৭ মিনিট ঢেকে রাখুন।

Related Post

এখন ১/২ কাপ পানি দিয়ে আবার ৪-৫ মিনিট ভাল করে কষিয়ে নিতে হবে। তারপর আবার ১ কাপ পানি দিয়ে পাত্রটি ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। এরপর তার মধ্যে বেরেস্তা, আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন এবং ২ মিনিট দমে রাখুন।

অন্য একটি কড়াইয়ে ঘি দিয়ে রসুনের কোয়া ও আস্ত জিরা অল্প ভেজে কলিজার পাত্রে দিয়ে মিশিয়ে নিন এবং ২ মিনিট ঢেকে রাখার পর চূলা থেকে নামিয়ে নিন।

আপনার স্পেশাল সরষে কলিজা প্রস্তুত। এখন খিচড়ি সাথে পরিবেশন করুন মজাদার স্পেশাল সরষে কলিজা।

This post was last modified on জুন ১২, ২০২৩ 1:05 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান: আবারও বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে দেশীয় সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রত্যয় নিয়ে…

% দিন আগে

কম বয়সেই চুলে পাক ধরছে? এই উপসর্গ কি অন্য শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কম বয়সে চুলে পাক…

% দিন আগে

আইফোনের বিক্রি ১০ শতাংশ কমে গিয়ে আয়ে বড় পতন অ্যাপলের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের খ্যাতিমান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্মার্টফোন আইফোনের বিক্রি চলতি বছরের…

% দিন আগে

এবার কন্যা সন্তানের মা হলেন পরীমণি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীমণি প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন ২০২২ সালের…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইসরায়েল একাই লড়বে: নেতানিয়াহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েল রাফায় হামলা চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ…

% দিন আগে

ছবির দু’টি মধ্যে লুকিয়ে রয়েছে ৩টি অমিল: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলা হয়েছে থাকে এই ধরনের ধাঁধার সমাধান করার অভ্যাস আমাদের…

% দিন আগে