দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এক বিস্ময়কর ব্যাপার।মানুষের জীবনে কি এমন কিছু ঘ্টা সম্ভব? যার ওজন একসময় ছিলো ৩২১ কিলোগ্রাম সেই ওজন নেমে এখন দাড়িয়েছে মাত্র ৮৫ কিলোগ্রাম!
ওজন যার বেশি কেবলমাত্র সেই-ই বোঝে তার চলাচলে কতোটা সমস্যা। ওঠা-বসা থেকে শুরু করে নিত্য কাজ-কর্ম কোনো কিছুই যেনো স্বাভাবিকভাবে করা সম্ভব হয় না। এমনই এক ব্যক্তির ওজন অনেক কমে গেছে। মাত্র ৮ ফুট দূরত্ব পর্যন্তও এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছর বয়সী মার্কিন ক্রিশ্চিনা ফিলিপস। এই বয়সেই তার ওজন হয়েছিল ৩২১ কিলোগ্রাম। তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেনই না। সব কাজের উৎসাহ হারিয়ে ফেলেছিলেন ওজন বাড়ার কারণে।
তারপরও জীবনের কাছে হার মানেননি তিনি, উঠে দাঁড়িয়েছেন নতুন এক উদ্যোমে। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ক্রিশ্চিনার ওজন বর্তমানে ৮৫ কিলোগ্রাম। এমন অবস্থায় তিনি যেনো হাফ ছেড়ে বেঁচেছেন।