দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী নিপা নিয়ে আসছেন নতুন একটি গানের মিউজিক ভিডিও। তাঁর নতুন এই গানটির শিরোনাম ‘মনের দাবীদার’।
জানা গেছে, ‘মনের দাবীদার’ শিরোনামে এই গানটিতে কণ্ঠশিল্পী নিপার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির।
নতুন এই গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির। এই মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন রাহাত ও নন্দিনী।
সিডি চয়েস মিউজিক টিম এই মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আর প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।
নতুন এই মিউজিক ভিডিও সম্পর্কে নিপা সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা একেকজন একেকজনের মনের দাবীদার। তবে সঠিক মানুষটিকে মন কতোজনই বা দিতে পারি। এই গানটিতে সুন্দর একটি গল্প রয়েছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করি সবার কাছেই এই গান খুব ভালো লাগবে। ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক-শ্রোতারাই বিচার করবেন।