The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিশ্বব্যাপী ইন্টারনেট সমস্যা থাকতে পারে ৪৮ ঘণ্টা

রক্ষণাবেক্ষণের কাজটি যতোটা সম্ভব উপযুক্ত সিস্টেম নিরাপত্তা এক্সটেনশন সক্রিয় করে করার চেষ্টা চালাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট সেবায় সমস্যা দেখা দিতে পারে আশংকা করা হয়েছে। মূল ডোমেইন সার্ভার এবং এ সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো এ সময়ের জন্য বন্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিশ্বব্যাপী ইন্টারনেট সমস্যা থাকতে পারে ৪৮ ঘণ্টা 1

এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় মূল ডোমেইন সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ (রুটিন মেইনটেন্যান্স) কাজ করা হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে।

জানানো হয়েছে, আইসিএএনএন মেইনটেন্যান্স করে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করবে। যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক রক্ষা করতে সাহায্য করবে।

কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (সিআরএ) তথ্য মতে, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা ডোমেইনের জন্য খুবই নিরাপদ, এটি স্থিতিশীল ও সক্রিয় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সিআরএ বলছে যে, আমরা বার বার স্পষ্ট করে বলছি, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করতে গিয়ে নেটওয়ার্ক অপারেটর বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএস) যদি ভালো করে প্রস্তুতি নিতে না পারে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীরা মাঝে মধ্যেই কিছু সমস্যায় পড়তে পারেন।

প্রতিষ্ঠানটি বলছে যে, তারপরও রক্ষণাবেক্ষণের কাজটি যতোটা সম্ভব উপযুক্ত সিস্টেম নিরাপত্তা এক্সটেনশন সক্রিয় করে করার চেষ্টা চালাচ্ছে। যাতে করে ইন্টারনেট ব্যবহারকারী এতে প্রভাবিত না হন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী সাইবার হামলা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে কারণে মেইন ডোমেইন সার্ভারকে সাপোর্ট দিতে সেটাকে মেইনটেন্যান্স করতে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করাও লাগতে পারে।

Loading...