The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্লোভেনিয়ার ব্লেড হ্রদ: এক মহা প্রাকৃতিক সৌন্দর্য

বিশ্বের শুধু রোমান্টিকতম হ্রদই নয়, পান্না-সবুজ পানির মাঝে এক দ্বীপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ খৃস্টাব্দ, ২ কার্ত্তিক ১৪২৫ বঙ্গাব্দ, ৭ সফর ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

স্লোভেনিয়ার ব্লেড হ্রদ: এক মহা প্রাকৃতিক সৌন্দর্য 1

স্লোভেনিয়ার এই ব্লেড হ্রদকে বিশ্বের রোমান্টিকতম হ্রদ বলা হয়ে থাকে। সত্যিই এক অপূর্ব সে দৃশ্য! দূরের পাহাড়গুলো মেঘের সঙ্গে মিশে একাকার।

বিশ্বের শুধু রোমান্টিকতম হ্রদই নয়, পান্না-সবুজ পানির মাঝে এক দ্বীপ, চারিদিকে বিদ্যমান জুলিয়ান আল্পসের তুষার ছাওয়া চূড়া, ছবি তোলার জন্য এরচেয়ে নিখুঁত জায়গা কীই বা হতে পারে! ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

ছবি: http://onuvromon.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...