দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শব্দহীন একটি নিরব যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক চ্যাট। এই প্লাটফর্মে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কথা মেসেজের মাধ্যমে আদান-প্রদান হচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ধরনের কথায় হচ্ছে ফেসবুকে। অনেকেই এক সঙ্গে অনেক জনের সাথে চ্যাট করতে করতে একজনকে মেসেজ পাঠাতে গিয়ে ভুলে অন্যজনকে মেসেজটি সেন্ড করে দেন। অথবা কোন একটি মেসেজ লিখে হয়ত ভাবছেন মেসেজটি সেন্ড করবেন কি না। এমন সময় কোন কারণ বশত সেই মেসেজটি হয়ত সেন্ড হয়ে গেছে।
এই জাতীয় সমস্যার কারণে নানা ঝামেলায় পড়তে হয়। কোনভাবেই যদি মেসেজটি সেন্ড হয়ে যায় তবে আপনার চ্যাটবক্স থেকে ডিলেট করে দিলেও যার কাছে ভুলে চলে গেছে তার কাছ থেকে ডিলেট হয় না। আমরা সাধারণত কমেন্ট বা স্ট্যাটাস দেওয়ার পর তা ভুল থাকলে ইডিট বা ডিলেট করার অপশন থাকায় সেটি ডিলেট করতে বা ইডিট করতে পারি, যা অন্য সবার কাছ থেকে ডিলেট হয়ে যায় বা সবার কাছেই ইডিট করার পরের অবস্থা দেখায়। কিন্তু ফেসবুকে মেসেজ সেন্ড করার পর তা ডিলেট করে দিলেও মেসেজ গ্রহণকারির কাছে কোন পরিবর্তন হয় না। যা খুবই সমস্যা সৃষ্টি করে।
এই জাতীয় সমস্যা সমাধানের কথা চিন্তা করেই ফেসবুকে যোগ হয়েছে আনসিন মেসেজ ডিলেট করার অপশন। এখন থেকে কাওকে কোন মেসেজ ভুলে পাঠানোর পর সে দেখার আগেই প্রেরক ইচ্ছে করলে সেই মেসেজ ডিলেট করে দিতে পারবে। এখন থেকে মেসেজ ডিলেট করার অপশনের নিচেই থাকছে আনসিন মেসেজ রিমুভ করার অপশন। এখান থেকে যদি প্রেরক মেসেজটি রিমুভ করে দেয় তবে উভয়ের চ্যাট থেকেই মেসেজটি রিমুভ হয়ে যাবে।
তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনো এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করেনি। তারা এখনো এটি নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করছে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তারা সবার জন্য এই ফিচারটি উন্মুক্ত করবে। এই ফিচারটি চালু হলেই ফেসবুক ব্যবহারকারীরা বিশাল একটি সমস্যার হাত থেকে রক্ষা পাবে।