The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

জন্মেই শিশুর বয়স হয় এক বছর! এমন কিছু উদ্ভট নিয়মের দেশ সম্পর্কে জানুন

পৃথিবীতে এমন দেশ আছে যেখানে আপনি ভোট দিতে না গেলে জরিমানা দিতে হয়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে এমন কিছু দেশ ও নিয়ম রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। জন্ম নিয়ে যার বয়স হওয়ার কথা একদিন সে কিনা বছরের শিশু হিসেবে পরিগণিত হয়। এমন উদ্ভট ঘটনাসহ বেশ কিছু উদ্ভট নিয়ম রয়েছে কিছু দেশে।

জন্মেই শিশুর বয়স হয় এক বছর! এমন কিছু উদ্ভট নিয়মের দেশ সম্পর্কে জানুন 1

পৃথিবীতে এমন দেশ আছে যেখানে আপনি ভোট দিতে না গেলে বিপুল টাকা জরিমানা দিতে হয়! আবার এমন দেশ রয়েছে জন্ম নিয়েই বছয় হচ্ছে এক বছর! চলুন এমনই বেশ কিছু অদ্ভুত ভিনদেশি নিয়ম সম্বন্ধে জেনে নিই।

শিশু জন্মের সঙ্গে সঙ্গেই বয়স এক বছর!

ভারত বা আমেরিকা কিংবা অন্য কোনও দেশের ২ বছরের শিশুর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ২ বছরের শিশুর মধ্যে আসল বয়সের পার্থক্য হলো এক বছর! দক্ষিণ কোরিয়ায় জন্মের সঙ্গে সঙ্গেই শিশুদের বয়স ধরা হয় এক বছর। যে কারণে বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও বয়সের মানুষের থেকে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের বয়স এক বছর বেশি হয়ে থাকে।

ভোট না দিলেই জরিমানা

নির্বাচন ঘিরে প্রতিটি মানুষের আলাদা মতামত থাকে, সেটিই স্বাভাবিক। অনেকেই আবার নানা কারণে ভোট দেন না এবং সগর্বে ঘোষণাও করেন সেটি। তবে আপনি কী জানেন অস্ট্রেলিয়ায় এমন কর্ম করা মানা। কারণ ভোট না দিলে সেখানে জরিমানা গুণতে হয়। সম্প্রতি তাসমানিয়ায় নির্বাচনে ৬ হাজার ব্যক্তি অংশ নেয়নি। তাদেরকে ২৬ ডলার করে জরিমানা করা হয়েছে।

লা চানক্লা

এটি আসলে ছোটদের নিয়মানুবর্তিতা শেখানোর অস্ত্র। লা চানক্লাকে নিয়ে ঠিক এমনটাই বলা হয়ে থাকে। এটিকে বলা হয় আসলে চপ্পল। লাতিন আমেরিকা ও স্পেনে মা-দাদীরা চপ্পলের মাধ্যমেই ছোটদের শাসন করে থাকেন। ইউরোপের বেশ কিছু দেশ যেখানে বাচ্চাদের শাসন করলে জেলেও যেতে হতে পারে, সেখানে ইউরোপেরই এক দেশটিতে এ রকম ব্যবস্থা সত্যিই সকলকে চমকে দেয়।

চার্চ ট্যাক্স

জার্মানিতে চার্চগুলোকে রাজনৈতিক প্রভাব হতে দূরে রাখার জন্য ১৯৩৯ সালে অ্যাডলফ হিটলার চার্চ ট্যাক্স চালু করেন। এই আইন মতে, একজন আয়করদাতাকে তার মোট করের ৮-৯ শতাংশ চার্চ ট্যাক্স দিতে হয়। অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, ইতালি, সুইডেনে এখনও এমন একটি আইন চালু রয়েছে।

এক বাইকে পুরো পরিবার!

এক আশ্চর্য বিষয় হলো, পুরো পরিবারই চলেছে একটি বাইকে চেপে! এক সময় এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। প্রচুর হাসাহাসিও হয়েছিল ছবিটি দেখে। খুবই বিপজ্জনক একটি পরিস্থিতি। তবে পাকিস্তানে এই ছবিটি মোটেই বিরল কিছু নয়। পাকিস্তানে অবশ্য এটি বেআইনি। কারণ হলো এতেকরে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।

একটি কলাপাতায় একসঙ্গে খাওয়া

ইন্দোনেশিয়ার একটি রীতি রয়েছে। যে রীতি অনুযায়ী একটি কলাপাতায় একসঙ্গে অনেকেই বসে খাওয়া দাওয়া করেন। এতে মানুষের মধ্যে ঐক্য বৃদ্ধি পায় বলে তাদের বিশ্বাস।

ব্যাটেল অফ অরেঞ্জ

বছরের ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে ‘ব্যাটেল অফ অরেঞ্জ’ উৎসব করা হয় উত্তর ইতালির শহর ইভরিয়াতে। এই উৎসবে একে অপরের দিকে কমলালেবু ছোড়েন অংশগ্রহণকারীরা। লোক মুখে শোনা যায়, এটি নাকি প্রতীকী উৎসব। বহুযুগ আগে রাজার হাত থেকে ভায়োলেটা নামে এক মেয়েকে বাঁচাতে পাথর ছোড়েন এলাকার গ্রামবাসীরা। সেই পাথরের প্রতীক হিসেবে এখানে কমলালেবু ছোঁড়া হয়।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali