The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান!

মাত্র ২২ বছর বয়সেই জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের দীর্ঘদেহী মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন। বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির চিকিৎসায় প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। তবে আলোচনায় সেভাবে না আসার কারণে এই রেকর্ড জনসমক্ষে পৌঁছায়নি।

বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান! 1

এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়। হরমোনজনিত সমস্যায় জিন্নাত আলী রয়েছে বিপাকে। দরিদ্র কৃষক পরিবারের এই ছেলেটি বর্তমানে ঠিকভাবে দাঁড়াতেও পারেন না সোজা হয়ে।

বর্তমানে শারীরিক দুর্বলতা ও হাঁটু ব্যথার কারণে গুরুতর অসুস্থ জিন্নাতকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। অথচ মাত্র ২২ বছর বয়সেই জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। অপরদিকে সর্বকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘ (লম্বা) মানুষ ছিলেন রবার্ট পারশিং ওয়েডলো। তার উচ্চতা ছিলো ৮ ফুট ১১ ইঞ্চি। ১৯১৮ সালে ২২ ফেব্রুয়ারী জন্ম নেওয়া এই মার্কিনী মৃত্যুবরণ করেন ১৯৬৯ সালে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ ভাই ও ১ বোনের মধ্যে জিন্নাত আলী সেজো। অতিরিক্ত উচ্চতার কারণে তাকে শোয়া, বসা ও হাঁটাচলা করতে হয় ঘরেই। এছাড়া খাবার চাহিদাও তার অনেক বেশি। তবে দরিদ্র বাবা-মার পক্ষে পর্যাপ্ত খাবার দেওয়া সম্ভব হয় না। যে কারণে অপুষ্টিসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়েছে জিন্নাত আলী। গত সোমবার তাকে ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান ইমামের তত্ত্বাবধানে পিজি হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে মঙ্গলবার দুপুরে ডি বিল্ডিংয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগে তাকে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকরা এখনও তার রোগ শনাক্ত করতে পারেননি।

জানা গেছে, ৫ বছর পূর্বে জিন্নাত আলীকে চিকিৎসা করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে সময় তার রোগটিকে জাইগানটিজম বলে শনাক্ত করা হয়েছিলো। জাইগানটিজম রোগ হলো একটি টিউমার সংক্রান্ত রোগ। শরীরের অভ্যন্তরে টিউমারের প্রভাবে অতিরিক্ত হরমোন নিঃসরণ হয়ে থাকে। যে কারণে শরীরের আকৃতি অস্বাভাবিকভাবেই বৃদ্ধি হতে থাকে। সঠিক সময় চিকিৎসার মাধ্যমে আক্রান্ত স্থান হতে টিউমারটি অপসারণ করতে পারলে মুক্তি পাওয়া সম্ভব এই কঠিন রোগ হতে। এই টিউমার অপসারণে অস্ত্রোপচার করতে ৫ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছিল চিকিৎসকরা। টাকার অভাবে ব্যয়বহুল এই চিকিৎসা করাতে না পেরে ওই সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হতে বাড়ি নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে জিন্নাতের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

চিকিৎসার জন্য গত বছর কক্সবাজারের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে আবারও ঢাকায় নিয়ে চিকিৎসার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা। পরে এলাকার ছেলেরা তার ছবি তুলে ফেসবুকে দিলে তখন স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমলের নজরে আসে বিষয়টি। তিনিই তার চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর পরামর্শেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জিন্নাতকে ভর্তি করা হয়।

বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান! 2

প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য দিলেন ৫ লাখ টাকা

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে জিন্নাত আলীকে নিয়ে যাওয়া হয়। তার নির্বাচনী এলাকার এমপি সায়মুম সরোয়ার কমল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। সংসদের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেন বুধবার সন্ধ্যায়। এই সময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali