দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি দেশ থাকলেই সে দেশের রাজধানী থাকবে সেটিই নিয়ম। কিন্তু আজ এমন একটি দেশের গল্প রয়েছে যে দেশের কোনো রাজধানী নেই!
আমরা সকলেই জানি পৃথিবীর সব দেশেরই রাজধানী থাকে। কোনো দেশের নাম আসলেই দ্বিতীয় যে কথাটি চলে আসে আর সেটি হলো সেই দেশের রাজধানী। মূলত রাজধানীকে বলা হয়ে থাকে একটি দেশের প্রাণ কেন্দ্র। কারণ সেখান থেকে দেশটির প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হয়। গ্রাম বা মফস্বল হতে সবাই রাজধানীমূখী হয়। এর একটি কারণ হলো এখান থেকে কাজ ও নাগরিক সুবিধা অন্য সব জায়গা হতে বেশি হয়ে থাকে। তবে বিশ্বের একমাত্র দেশ নাউরু, এই দেশটিতে কোনো রাজধানী নেই!
এই দেশটিকে সবাই নাউরু নামেই চিনে। তবে এটির আরেকটা নাম রয়েছে, সেটি হলো প্লিজ্যান্ট আইল্যান্ড। ওই নামেই পরিচয়। চোখজুড়ানো এক নৈসর্গিক দৃশ্য। পৃথিবীর একমাত্র দেশ এটিই, যার কোনোই সরকারি রাজধানী নেই। আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। অপরদিকে জনসংখ্যার বিচারের দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ।
আয়তনে মাত্র ২১ বর্গ কিলোমিটার দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়াতে অবস্থিত। এই দেশটিতে সর্বসাকুল্যে ১০ হাজার পরিবার বসবাস করেন। এই দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। প্রতিরক্ষার জন্য নাউরু, অস্ট্রেলিয়ার উপর দেশটি নির্ভরশীল।
ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন রাজধানী বিহীন এই দেশটি থেকে। খুব অল্প সময়ের মধ্যে পুরো একটি দেশ ঘুরে দেখে ফেলতে পারবেন। যে কারণে বেশ মজা পাবেন।
This post was last modified on নভেম্বর ১১, ২০১৮ 4:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…