The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

অনলাইনে নিরাপদ থাকার কয়েকটি উপায় জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইন আসার পর কম্পিউটার কিংবা ল্যাপটপের নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। সব সময় অনলাইনে থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আজ অনলাইনে নিরাপদ থাকার কয়েকটি উপায় জেনে নিন।

অনলাইনে নিরাপদ থাকার কয়েকটি উপায় জেনে নিন 1

অনলাইন আসার পর কম্পিউটার কিংবা ল্যাপটপের নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। সব সময় অনলাইনে থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আজ অনলাইনে নিরাপদ থাকার কয়েকটি উপায় জেনে নিন

অনলাইনে নিরাপদ থাকবেন যেভাবে

পাসওয়ার্ড

দয়া করে ১২৩৪৫৬৭৮ মার্কা পাসওয়ার্ডগুলো ব্যবহার করা বন্ধ করুন। এইগুলা ছোট বাচ্চারাও ভেঙে ফেলতে পারে। পাসওয়ার্ড এমন একটা দিন যা আপনি সহজে মনে করতে পারবেন, তবে আর কেও তা ভাংতে পারবে না। ক্যাপিটাল ও স্মল লেটার, সংখ্যা, চিহ্ন এগুলা মিলিয়ে পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রয়োজন হলে পছন্দের গান দিয়েও বানাতে পারেন।

যেমন, আপনার প্রিয় গান হলো “আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি.”। এইটাকে ইংরেজিতে ami ki becha aachi naki….হয় তাহলে এর প্রতি শব্দের প্রথম অক্ষর নিয়ে বানিয়ে ফেলুন পাসওয়ার্ড। আন্দাজে সহজে কেও এটা বের করতে পারবে না। জটিল করতে মনে রাখার মতো মাঝে এটা সেটা ঢোকাতেও পারেন।

ই-মেইল/ফিশিং

ই-মেইলে পাঠানো কোনও লিংকে সহজেই ক্লিক করবেন না। অ্যাটাচমেন্টও ভাইরাস স্ক্যানিং করে তবেই সেটি খুলবেন। বন্ধু মেইল করে যদি বলে দেখো, তাহলেও দেখতে যাবেন না মেইল। কোনও সাইটে পাসওয়ার্ড দেওয়ার আগে খেয়াল করে নিতে হবে আসল সাইট কিনা, ব্রাউজারে ওই আসল সাইটের নাম দেখাচ্ছে কি না।

ফেইসবুকে টোপ দেওয়া

অনেক “ভদ্র” লোকজন ফেসবুকে ধরা খেয়েছে ঠিক এইভাবে, লোভে পড়ে কোনো রগরগে লিংকে ক্লিক করে অ্যাকাউন্টও হারিয়েছে। তাই লোভ সামলান। আপনার বন্ধু কোনও চটকদার রগরগে খবর পোস্ট করলেই অভ্যাসবশত সেখানে ক্লিক করবনে না। অ্যাকাউন্ট তো যাবেই, মানসম্মানটাও যাবে সেইসঙ্গে।

থাম্ব ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ

থাম্ব ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ ভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম। অটোপ্লে/অটো-রান এগুলো সব সময় ডিজেবল করে রাখুন। সব সময় অন্যের অচেনা ফ্ল্যাশ ড্রাইভ কম্পিউটারে ঢোকানোর আগে অবশ্যই স্ক্যান করে নিন।

সিস্টেম আপডেট প্রসঙ্গ

অ্যান্টি ভাইরাস ও তার সঙ্গে অপারেটিং সিস্টেমের যে আপডেট বা প্যাচ আসবে, সেগুলা কখনও উপেক্ষা করবেন না, বরং এগুলো নিয়মিত আপনার সিস্টেম আপডেট করুন।

মোবাইল ফোন ব্যবহার

দয়া করে আপনার মোবাইল ফোনে পিন লক চালু করুন। প্রায় ৪০ শতাংশ মানুষ এটি করে না, যে কারণে ছিনতাই/চুরি হলেই আপনার সবকিছু বাটপারদের দখলে চলে যাবে।

লগ-আউট করুন

পাবলিক কোনও মেশিনে বসে কোনও অ্যাকাউন্টে (ফেসবুক বা ই-মেইল) লগ-ইন না করাই বুদ্ধিমানের কাজ হবে। তারপরও যদি নিতান্তই বসতে হয়, তবে কাজ শেষে অবশ্যই লগ আউট করে দিন।

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং

“আমি… অমুক ব্যাংক থেকে বলছি, আপনার পাসওয়ার্ডটা দিন। অামরা ওটা অাপগ্রেড করে দিবো ইত্যাদি ইত্যাদি। তা নাহলে অাপনি ওটা ব্যবহার করতে পারবেন না।’ কখনও আপনাকে কেও এভাবে ফোন করে ব্যাংকের বা এরকম কোনও কোম্পানির কর্মকর্তা দাবি করলে কথনও তা বিশ্বাস করবেন না। বরং কল ব্যাক করে নিজের চেনা নম্বরে ডায়াল করে কথা বলতে হবে। কারণ যে কেও নিজেকে ব্যাংকের লোক বা … কোম্পানির কর্মকর্তা দাবি করে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে।

কথায় বলে সাবধানের মার নেই। তবুও এই কয়েকটা পয়েন্টে সতর্ক থাকলে অনলাইনে নিরাপদ থাকা আপনার পক্ষে সম্ভব মোটামুটি সম্ভব হবে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali