দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (রবিবার) সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর সোমবার।
আজ (রবিবার) সারাদেশে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর সোমবার। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।
এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ এবং ছাত্রীর সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।
অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।
তাছাড়াও ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবছরের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
প্রতিদিন পরীক্ষাক শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে দুপুর ১ টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে।
এদিকে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হয়।
This post was last modified on নভেম্বর ১৮, ২০১৮ 11:29 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…