দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাবিব ও ন্যান্সির গান পছন্দ করেন না বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এমনটি হতেই পারে না। এই জনপ্রিয় গায়ক-গায়িকার নতুন গান আসছে। ইতিমধ্যেই তারা নতুন গানে কণ্ঠ দিয়েছেন।
হাবিব ও ন্যান্সির গান পছন্দ করেন না বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এমনটি হতেই পারে না। এই জনপ্রিয় গায়ক-গায়িকার নতুন গান আসছে। ইতিমধ্যেই তারা নতুন গানে কণ্ঠ দিয়েছেন।
সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে আবারও নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আসিফ ইকবালের কথায় এই গানটি সুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই।
গানটির দুটি লাইন হলো- একটু পাগল না হলে কি ভালোবাসা যায়/মায়া দিয়ে স্বপ্নগুলোকে বলো সাজায়/ ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়/ মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়’।
নতুন এই গানটি সম্পর্কে ন্যান্সি বলেছেন, ‘ ১৪ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় হাবিব ভাইয়ের গ্রীন রোডের স্টুডিওতে গানটিতে আমি কণ্ঠ দিয়েছি। খুবই