বয়সকে মাঝ পথেই বেধে রাখার কিছু কৌশল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সাধারণত মন থেকে কেউ বৃদ্ধ হতে চাই না। তবে বয়স বাড়লে তো আর বার্ধক্যকে আকটানো যায় না। তবে কিছু মানুষকে দেখে মনে হয় তাদের বয়স হয়ত ৩০-৩৫ হবে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের বয়স ৪৫-৫০ এর বেশি। আবার কাওকে দেখে মনে হয় বয়স প্রায় ৪৫-৫০ হবে কিন্তু প্রকৃতপক্ষে তার বয়স হয়ত ৩০ বছর।

বিভিন্ন কারণে এমন বৈস্বাদৃশ্যতা দেখা যায়। তবে বেশ কিছু কৌশল এখন থেকেই মেনে চললে বয়সের দিক থেকে বার্ধক্যে পৌছালেও আপনি থাকবেন মধ্যবয়সীদের মত তরুণ। অর্থাৎ ৪৫-৫০ বছরেও আপনাকে মনে হবে ৩০ বছরের তুরুণ। আজ আমরা এমনি কিছু টিপস নিয়ে আলোচনা করব।

১। সুষম সমৃদ্ধ পর্যাপ্ত খাবার গ্রহণঃ

বয়সের একটি নির্দিষ্ট সময়ে শরীরের বেশ কিছু জায়গায় বলি রেখা দেখা দেয়। এই বলি রেখা থেকে রক্ষা পেতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে। কারণ সুষম খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে বলি রেখা পরতে বাধা প্রদান করে।

Related Post

২। ক্রাশ ডায়েটের পরিবর্তে ব্যালেন্সড ডায়েট করাঃ

অনেকেই ওজন কমাতে কার্বোহাইড্রেড যুক্ত খাবার পরিহার করেন। এটা আমাদের ত্বক কুঁচকে যাওয়ার মত সমস্যা সৃষ্টি করে। যার ফলে দেখতে বেশি বয়ষ্ক মনে হয়। তাই ক্রাশ ডায়েট না করে ব্যালেন্সড ডায়েট করবেন। এতে ত্বক সতেজ থাকবে।

৩। সানস্কিন সামগ্রীর ব্যবহারঃ

সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকের মারাত্বক ক্ষতি করে। যা দ্রুত ত্বকে বার্ধক্যের ছাপ সৃষ্টি করে। তাই বাইরে যাওয়ার আগে ত্বকে সানস্কিন জাতীয় কিছু ব্যবহার করুন। এমনকি ঘরে থাকাকালীন সময়েও হালকা জাতীয় সানস্কিন ব্যবহার করতে পারেন।

৪। অতিরিক্ত চিনি খাওয়া বন্ধ করুন :

চিনি খাওয়া ভাল তবে অতিরিক্ত নয়। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে চেহারায় বয়ষ্কের ভাব ফুটে ওঠে। তাই আজ থেকে কম চিনি খাওয়ার চেষ্টা করুন।

৫। চিকিৎসকের পরামর্শ মত প্রসাধণী ব্যবহার করুনঃ

সবার ত্বক এক রকম নয়। বিশেষ করে কারো ত্বক মসৃণ আবার কারো ত্বক তেলাক্ত। সুতরাং সবাই একই রকম প্রসাধণী ব্যবহার করলে ত্বকে নানা ধরণের সমস্যা দেখা দিবে। তাই কোন প্রসাধণী ব্যবহারের জন্য নিশ্চিত হয়ে নিন সেটি আপনার ত্বকের উপযোগী কি না।

৬। গ্রীন টি পান করুন :

ত্বককে তরতাজা রাখতে গ্রীন টির অনেক সুনাম রয়েছে। গ্রীন টি ত্বকের ক্ষয় রোধ করে এবং স্থায়ীত্ব বৃদ্ধি করে। তাই প্রতিদিন গ্রীন টি পানের অভ্যাস গড়ে তুলুন।

৭। প্রচুর পানি পান করুনঃ

আমাদের শরীরের জৈবিক কার্য সম্পাদন করতে পানির বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান না করলে শরীরের ত্বক উজ্জ্বলতা হারায় এবং কুঁচকে যায়। ফলে বার্ধক্যের আগেই শরীরে বার্ধক্যের ছাপ পরে। তাই প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে। তবেই চেহারা তারুণ্যতা ধরে রাখতে পারবে।

৮। পর্যাপ্ত ঘুমঃ

ঘুম হচ্ছে তারুণ্য ধরে রাখার একটি অন্যতম উপায়। আমাদের দৈনিক কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুমানো জরুরী। এবং এই ঘুমের মাঝে কোন ব্রেক দেওয়া যাবে না। অর্থাৎ যাকে বলে সাউন্ড স্লিপ তেমন ঘুম পারতে হবে। কম ঘুম আমাদের মস্তিষ্ককে যেমন ঠিক মত কাজ করতে বাধাগ্রস্থ করে ঠিক তেমনি আমাদের তারুণ্যতা ধরে রাখতে সমস্যা সৃষ্টি করে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে।

This post was last modified on নভেম্বর ২০, ২০১৮ 6:16 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে

হৃদয় জুড়িয়ে যাওয়া মতো এক প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…

% দিন আগে

হার্টের জন্য অত্যন্ত উপকারী কাঁচকলা: কেনো খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…

% দিন আগে

শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিলো ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…

% দিন আগে

মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি বর্তমানে বাংলাদেশের বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…

% দিন আগে