দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো বাজারে এলো বিশ্বের প্রথম স্যাটেলাইট স্মার্টফোন। থুরায়া নামক একটি প্রতিষ্ঠান এই স্মার্টফোনটি বাজারে এনেছে।
এই প্রথমবারের মতো বাজারে এলো বিশ্বের প্রথম স্যাটেলাইট স্মার্টফোন। থুরায়া নামক একটি প্রতিষ্ঠান এই স্মার্টফোনটি বাজারে এনেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠান থুরায়া সম্প্রতি বাজারে এনেছে বিশ্বের প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড স্মার্টফোন। বাংলাদেশী মুদ্রায় এই স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ১ লাখ ৮ হাজার টাকা!
২৬২ গ্রাম ওজনের নতুন এই স্মার্টফোনটির নাম এক্স-ফাইভ টাচ। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ২ গিগাবাইট র্যামের এই স্মার্টফোনটির স্টোরেজ ক্ষমতা ১৬ গিগাবাইট। এই স্টোরেজ আরও বাড়াতে পারবেন ব্যবহারকারীরা। এই স্মার্টফোনের পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ও সামনের ক্যামেরা ২ মেগাপিক্সেলের।
এই স্যাটেলাইট স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৭ দশমিক ১ নুগাট অপারেটিং সিস্টেম পরিচালিত। স্যাটেলাইট কলের জন্য এই স্মার্টফোনে একটি এন্টেনাও সংযুক্ত রয়েছে। এই স্মার্টফোনটিতে দু’টি সিম ব্যবহার করা যাবে। এরমধ্যে একটি স্লটে যেকোনো সিম ও অন্য স্লটটি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবহার করা যাবে।