বাড়ি বাড়ি গিয়ে বিনা পয়সায় কোরআন শেখান এই বৃদ্ধ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরআনের প্রতি তাঁর অদম্য আগ্রহ। নিখুঁতভাবে কোরআন শিক্ষাদান তাঁর নেশা বলা যায়। তুরস্কের এই বৃদ্ধ বাড়ি বাড়ি গিয়ে ফ্রিতে কোরআন শেখান।

বাড়ি বাড়ি গিয়ে ফ্রিতে কুরআন শেখানোই এই বৃদ্ধের একমাত্র কাজ! হাদিস পাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকেও শেখায়।’ এমনই একটি মহৎ কাজে নিজেকে নিয়োজিত করেছেন তুরস্কের এই বৃদ্ধ।

এই ব্যক্তি তাঁর ব্যাগের ওপর কুরআন শিক্ষা কার্যক্রমের একটি ঘোষণাপত্র লিখে তুরস্কের রাস্তায় চলাচল করেন। তাতে তার মোবাইল নাম্বার এবং লেখা রয়েছে।

Related Post

ওই ব্যক্তি তাঁর ব্যাগের ওপর একটি বার্তা লিখে রেখেছেন যে-

‘প্রতিদিন ১০ মিনিট সময় ব্যয় করলে আমি আপনাকে কুরআন শিক্ষা দিতে পারি। আপনি আমাকে যেখানেই আসতে বলবেন, আমি সেখানেই আসতে পারি, হতে পারে সেটা আপনার বাড়ি বা অফিস। কুরআন সেখানোর জন্য আমি কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করি না। আমি এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি।’

তুরস্কের এই বৃদ্ধ ব্যক্তির কাঁধে ঝুলানো ব্যাগ ও তাঁর আহ্বানের ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবি দেখে যাতে লোকটিকে চিনতে পারে ও ঘোষণা পত্রে লেখা রয়েছে মোবাইল নাম্বার; যার মাধ্যমে মানুষ তার সঙ্গে যোগাযোগও করতে পারবে।

প্রকৃতপক্ষে এই বৃদ্ধের কাজটি হাদিসের পরিভাষায় একটি উত্তম কাজ। এই কাজে আল্লাহতাআলা তাকে সর্বোত্তম প্রতিদানটিই দেবেন।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য তিনি যেনো এক আদর্শ অনুপ্রেরণা। একজন মুসলমানের যে ধরনের কার্যক্রম হওয়া উচিত, তিনি তাঁর কাজের মাধ্যমে তা তুলে ধরছেন।

ওই বৃদ্ধার ভাষায়, ‘কোনো ব্যক্তি যদি কুরআন শিখতে চান, সে তার বাড়ি বা অফিসে গিয়েও কুরআন শেখাতে রাজি রয়েছেন। কুরআন শেখানোর বিনিময়ে তিনি কোনো রকম পারিশ্রমিক গ্রহণ করবেন না। যদি কেও প্রতিদিন ১০ মিনিট করে সময় বের করে তাকে আহ্বান জানান, তিনি তাদের আহ্বানে সাড়া দেবেন।

অবশ্য ওই ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। তবে তাঁর লক্ষ্য এবং উদ্দেশ্য মহৎ তাতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সে মহান ঘোষণারই একটি অংশ।

সুতরাং বর্তমান সময় যারা পবিত্র কুরআনুল কারিম জানেন তাদের জন্য তুরস্কের এই বৃদ্ধ ব্যক্তিটি হতে পারেন এক অনুপ্রেরণা। যাতে প্রতিটি কুরআন জানা মানুষ সমাজের কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত লোকদেরকে কুরআনুল কারিম শেখাতে এগিয়ে আসেন।

আল্লাহ তাআলা কুরআন প্রেমিক এই বৃদ্ধসহ দুনিয়ার সব কুরআন প্রেমিককে যথাযথ পুরস্কার ও প্রতিদান দান করুন- সে প্রত্যাশা আমাদের সকলের।

This post was last modified on ডিসেম্বর ১৫, ২০১৮ 8:04 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোমল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে যে ফেসপ্যাকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…

% দিন আগে

পড়ে গেলেও ভাঙবে না এমন এক স্মার্টফোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…

% দিন আগে

ওজন কমাতে তাড়াহুড়ো করলেই ঘটতে পারে বিপদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…

% দিন আগে

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে