দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেন সাবেক ক্রিকেটা তারকা ইমরান খান। ইমরান খানের আক্ষেপ করেছেন যে, সবকিছুতেই এগিয়ে গেছে বাংলাদেশ।
২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেন সাবেক ক্রিকেটা তারকা ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছেন তিনি। বাংলাদেশের উন্নতির সঙ্গে নিজের দেশের উন্নতির তুলনা করে আক্ষেপ করে এবার ইমরান খান বলেছেন যে, সবকিছুতেই এগিয়ে গেছে বাংলাদেশ।
গত ৫ ডিসেম্বর দেওয়া তার সেই বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) যখন পৃথক হয়েছিল আমাদের অনেকেই বলেছিলেন, ‘পূর্ব পাকিস্তান আমাদের জন্য নাকি বড় মাপের বোঝা হিসেবে ছিল।’ নিজের কানেই আমি এসব কথা শুনেছি। সেই পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) এখন সবকিছুতেই এগিয়ে গেছে। তাদের দূরদর্শী চিন্তার জন্যই এটি হয়েছে।
ইমরান খানই নন, বিভিন্ন সময় বাংলাদেশের উন্নতি নিয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের বুদ্ধিজীবী এবং অর্থনৈতিক বিশ্লেষকরাও। পাকিস্তান হতে বাংলাদেশ পৃথক হয়েছিল ১৯৭১ সালে। এই বিষয়টি উল্লেখ করে তারা বলেছেন, পাকিস্তান হতে স্বাধীনতা নিয়ে রফতানিসহ বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এমন জায়গায় পৌঁছে গেছে, যেখানে যেতে পাকিস্তানের আরও ১০-১২ বছর সময় লাগবে।
This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৮ 1:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…