Categories: রেসিপি

নিজেই তৈরি করুন ফুলকপির সুস্বাদু রোস্ট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা ধরনের মাংসের রোস্ট তো খেয়েছেন অনেক, কখনো কি খেয়েছেন ফুলকপির রোস্ট? নিশ্চয় খাওয়া হয়নি? অনেকেই আবার ভাবতে পারেন ফুলকপির আবার রোস্ট হয় কিভাবে? তবে আজ আমরা শিখবো কিভাবে ফুলকপির মজাদার রোস্ট বানাতে হয়। সেই সাথে ফুলকপির এই সুস্বাদু রোস্ট খেয়ে দেখুন মাংসের থেকে এর স্বাদ কম নয়। তাহলে চলুন শুরু করা যাক।

রোস্ট তৈরির উপকরণঃ

১। একটি মাঝারি সাইজের ফুলকপি
২। একটি ডিম।
৩। এক কাপ ময়দা।
৪। টক দই দুই টেবিল চামচ
৫। পেঁয়াজ কুচি আধা কাপ
৬। দুই চা চামচ আদা বাটা
৭। দুই চা চামচ রসুন বাটা
৮। জয়ফল, জয়ত্রী ও কিসমিস বাটা দুই চা চামচ
৯। পোস্ত বাটা এক চা চামচ
১০। বেরেস্তা এক কাপ
১১। জিরা গুঁড়ো ১ চা চামচ
১২। গরম মসলা গুঁড়ো দুই চা চামচ
১৩। এলাচি ৪-৫ টি
১৪। দারুচিনি দুই স্টিক
১৫। ঘি/তেল ৪ টেবিল চামচ (ঘি হলে ভাল হয়)
১৬। ৩-৪টি আস্ত কাঁচা মরিচ এবং
১৭। লবণ পরিমাণ মত

তৈরি প্রণালীঃ

প্রথমে ফুলকপিটি ফুলের খন্ড খন্ড আকৃতি অনুযায়ী টুকরো টুকরো করে নিন। এরপর ময়দা, ডিম, জিরা গুড়ো এবং পরিমাণ মত লবণ সামান্য পানিতে মিক্সড করুন। এখন সেই মিশ্রণে ফুলকপির টুকরো গুলো ভাল করে মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে ফুলকপির টুকরোগুলো উঠিয়ে রাখুন।

এখন প্যানে ৪ টেবিল চামচ তেল বা ঘি দিয়ে, তার মধ্যে এলাচ, পেঁয়াজ কুচি এবং দারুচিনি দিয়ে ভাজতে থাকুন। এগুলো লাল রং ধারণ করলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, টক দই, জয়ফল ও জয়ত্রী, কিসমিস বাটা,পোস্ত বাটা, গরম মশলা গুড়ো এবং পরিমাণ মত লবণ দিয়ে কোষিয়ে নিন। মশলা ভাল ভাবে কষানো হলে তার মধ্যে ফুলকপির সেই টুকরোগুলো এবং আস্ত কাঁচা মরিচগুলো ছেড়ে দিতে হবে।

এখন ওই প্যানের মধ্যে পরিমাণ মত পানি (কিছুক্ষণ কষানোর মত) দিয়ে আরো কিছুক্ষণ মাঝারি তাপমাত্রায় কষাতে হবে। ভালভাবে কষানো হয়ে গেলে তার উপর পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে নামিয়ে রাখুন। তৈরি হয়ে গেল মন মাতানো দারুন স্বাদের ফুলকপির রোস্ট। এখন পোলাওয়ের সাথে সবাই মিলে পরিবেশন করুন।

This post was last modified on ডিসেম্বর ১৯, ২০১৮ 1:29 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

শীতে সোয়েটার না পরলেও শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতের তেমন তেজই নেই, তবু পৌষের ঠাণ্ডায় অনেকেই কাবু। দিনে…

% দিন আগে

তামিম এর ফরচুন বরিশালের স্পনসর এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড বিপিএল ২০২৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ফরচুন বরিশালের স্পনসর হিসেবে চুক্তি…

% দিন আগে

বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভি: শাওমি টিভি এ প্রো ২০২৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নান্দনিক ভিজ্যুয়াল ও টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলাদেশের…

% দিন আগে

মাদককাণ্ডে যুক্ত থাকার বিষয়ে যা বললেন তানজিন তিশা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে…

% দিন আগে

ফিলিস্তিনি নারী সাংবাদিককে গুলি করে হত্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শনিবার রাতে ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সব্বাগকে…

% দিন আগে

টায়ার মেরামত করতে গিয়ে ঘটলো প্রবল বিস্ফোরণ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, টায়ার মেরামতের দোকানে একটি…

% দিন আগে