দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিন গ্রহের যান নিয়ে গবেষণার শেষ নেই। মাঝে-মধ্যেই শোনা যায় ভিন গ্রহের যান পৃথিবীতে দেখা গেছে। এবার আকাশে দেখা গেলো ভিন গ্রহের যান!
ভিন গ্রহের যান নিয়ে গবেষণার শেষ নেই। মাঝে-মধ্যেই শোনা যায় ভিন গ্রহের যান পৃথিবীতে দেখা গেছে। এবার আকাশে দেখা গেলো ভিন গ্রহের যান!
আকাশে ভেসে উঠলো অজানা উড়ন্ত এক বস্তু। যাকে বলা হয়ে থাকে ইউএফও। পুরো কথায় হলো ‘আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট’। ভিন গ্রহ হতে ভেসে আসা মহাকাশযান। সেই পাঁচের দশক হতে মূলত এর রমরমা গল্প শোনা যায়।
মাঝেমধ্যেই পৃথিবীতে এই যানগুলোর উড়ে আসার খবর ছড়িয়ে পড়ে। আবার অনেক সময়ই ছবিও মেলে। কখনও কখনও দেখা যায় ভিডিও। তবু এই বিষয়টি নিয়ে বিতর্কের যেনো শেষ নেই। যুগ যুগ ধরে চলে আসছে সেই বিতর্ক। সত্যি সত্যি কি ভিন গ্রহ হতে উড়ে আসে ভিন গ্রহের যান! এর কোনো উত্তর মেলেনি গত কয়েক দশকেও। গবেষণাও কম হয়নি এই বিষয়টি নিয়ে। ইতিমধ্যেই আবারও জানা গেলো গুগল ম্যাপে ফ্লোরিডার আকাশে খুঁজে পাওয়া গেছে এমন একটি রহস্যময় যান!
এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়, ডিম্বাকার ওই বস্তুটি নাকি নানা রকম রঙে রাঙানো। এর আকৃতি অনেকটা ডিম্বাকৃতির মতোই। মেঘের মধ্যে মিশে রয়েছে এর খানিকটা অংশ।
আসলে সত্যিই কি ওই যান ভিন গ্রহের? বিষয়টি নিয়ে বিতর্ক চলছেই। কারও কারও দাবি হলো, ওটি একটি তৈরি করা ছবিও হতে পারে। গুগল স্ট্রিট ভিউ হতে সিঙ্গল শটে তুলে ফেলা কোনও দ্রুত গতির প্রজাপতিকেই ইউএফও বলে চালানো হচ্ছে বলে অনেকেই দাবি করেছেন। আসলেও কী তাই? বিতর্ক যেনো ছাড়ছেই না।
উল্লেখ্য, ভিন গ্রহের যান নিয়ে বিতর্ক আজকের বিষয় নয়। যুগ যুগ ধরে এই যান নিয়ে বিতর্ক রয়েছে। আগেকার মানুষ চোখে দেখে অনেক কিছুই বলতেন কিন্তু বিষয়টিকে অনেকেই ভূত বলে অভিহীত করতেন। পাত্তাই দিতেন না। কিন্তু বর্তমান যুগ আধুনিক। যে কারণে বর্তমানে ক্যামেরাতে অনেক কিছুই সঠিকভাবে ধরে ফেলা সম্ভব। এবার সেই বিতর্কের নতুন অধ্যায় তৈরি হয়েছে ফ্লোরিডাতে। আবার কতো বছর ধরে এই নিয়ে গবেষণা ও বিতর্ক চলবে তা বলা যাচ্ছে না।