বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঘেরা যুক্ত্ররাষ্ট্রের কিছু জায়গা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিটি দেশ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নানা ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম। আজ আমরা যুক্তরাষ্ট্রের এমন কিছু বিশেষ নিরাপত্তা বেষ্টিত জায়গা নিয়ে আলোচনা করব যা বিশ্বের সেরা নিরাপত্তা বেষ্টিত জায়গার মধ্যে অন্যতম।

ফেডালের রিজার্ভ ব্যাংক:

বিশ্বের সেরা ব্যাংকগুলোর মধ্যে ফেডালের রিজার্ভ ব্যাংক অন্যতম। কারণ বিশ্বের ধনী ব্যক্তিবর্গরা তাদের মূল্যবান অর্থ এবং সম্পদসমূহ এই ব্যাংকে গচ্ছিত রাখে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের যতগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে ম্যানহাটনের রিজার্ভ ব্যাংকটি সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত। ব্যাংকটির ভোল্টের চারিপাশের দেওয়াল ৮ ফুট পুরু। এই ভবনটি প্রায় ৮০ ফুট ভুগর্ভস্থ পর্যন্ত রয়েছে। এই ভোল্টের প্রবেশদ্বার হিসেবে রয়েছে নব্বই টনের একটি সিলিন্ডার। এটি একবার বন্ধ করলে ভেতরে সামান্য বাতাসও প্রবেশ করতে পারে না।

ধারণা করা হয় পৃথিবীতে যত স্বর্ণ রয়েছে তার শতকরা ১০ ভাগ স্বর্ণ এই ব্যাংকে মজুত রয়েছে। এই ব্যাংকের মাত্র তিনজন ব্যক্তির এই ভোল্টে প্রবেশের অধিকার রয়েছে। তবে কেউ একা প্রবেশ করতে পারবে না। যখন প্রবেশের প্রয়োজন হবে, তখন তিনজন এক সাথে প্রবেশ করে। এছাড়া এই ব্যাংকের চারিদিকে রয়েছে নানা ধরণের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।

Related Post

হোয়াইট হাউজঃ

নানা সুনামে খ্যাত বিশ্বের সকলের কাছে পরিচিত ভবনটি হচ্ছে হোয়াইট হাউজ। নামের সাথে এর রঙয়ের কোন পার্থক্য নেই। এই ভবনে বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাহলে বুঝতেই পারছেন কতটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সকলের দৃষ্টিগোচর হওয়ার মধ্যে রয়েছে লোহার গেট, বুলেট প্রুফ দরজা, পর্যবেক্ষণকারী রাডার, কাঁটা তার এবং চারিদিকে মোতায়েন করা অসংখ্য নিরাপত্তা রক্ষী। এছাড়া আসল নিরাপত্তা তো রয়েছে সবার অগোচরে। কারণ যে ভবনে বিশ্বের সেরা ক্ষমতাধারী ব্যক্তি বসবাস করে, সেখানে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থার ফাঁকে কেউ যদি মারাত্মক ক্ষতি করে তাই রয়েছে বেশ কিছু গোপন নিরাপত্তার ব্যবস্থা।

ভবনের চারিদিকে ছড়িয়ে রয়েছে বিশ্বের সেরা বুদ্ধি সম্পন্ন এবং যেকোন ধরণের বিপদে তাৎক্ষণিক কৌশল প্রয়োগ করার মত ২ হাজার ৩০০ কমান্ডো। এছাড়া প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স রয়েছে ১ হাজার ৩০০ কমান্ডো। প্রেসিডেন্টকে সর্বোচ্চ বিপদ থেকে বাচানোর জন্য এই ভবনে ১৯৮৭ সালে একটা বাঙ্কার স্থাপন করা হয়েছে যা যেকোন ধরণের পারমানবিক বোমাতেও কিছু হবে না।

ফোর্ট নোক্সঃ

আমেরিকার বিখ্যাত সিকিউরিটি ব্যবস্থার মধ্যে এটি অন্যতম। এই ভবনে মূলত বিভিন্ন প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ, প্রায় দশ হাজার টন স্বর্ণ, এমনকি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নানা দলিল এই ভবনের ভোল্টে সংরক্ষণ করা আছে। যুক্তরাষ্ট্র সরকার এই ভবনের চারিদিকে বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রতিরক্ষা কর্মীদের দিয়ে ঘিরে রেখেছেন। যেকোন ধরণের হামলা থেকে নিজেদের এই ভবনকে রক্ষা করার জন্য সব ধরণের ব্যবস্থা রয়েছে। মূল ভল্টের ভিতরে প্রবেশ করার দরজার ওজন প্রায় বাইশ টন। দরজা ভেঙে কেউ ঢুকলেও ভল্টের ভিতর ঢুকতে পারা সম্ভব নয়। এমনকি এর দরজাতে পারমানবিক বোমা আঘাত প্রতিরোধের সক্ষমতা রয়েছে।

This post was last modified on ডিসেম্বর ২৪, ২০১৮ 10:00 পূর্বাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে