দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ১৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটিকে বলা হয় মৃত সাগর বা Dead sea, সত্যিই চমৎকার একটি সাগর। যে সাগরে মানুষ ডোবে না, ভেসে থাকে!
অনেকেই এটিকে বলে Dead Sea বা মৃত সাগর। খুবই বিস্ময়কর ব্যাপার হল যে, এই সাগরের পানিতে মানুষ কখনও ডোবে না। এর কারণ এই সাগরের পানিতে ২৫% লবণ বিদ্যমান। তাই এই সাগরের মধ্যে মানুষ বিস্ময়করভাবে ভেসে থাকে।
তথ: http://ictbangla21.blogspot.com এর সৌজন্যে।